• কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন সুজয় পাল
    বর্তমান | ১৭ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টের ৪৪তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন বিচারপতি সুজয় পাল। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁকে শপথবাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম, আরেক প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সহ অন্য বিচারপতিরা। এছাড়াও ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।মধ্যপ্রদেশ হাইকোর্ট, তেলেঙ্গানা হাইকোর্ট হয়ে গত বছর ১৮ জুলাই কলকাতা হাইকোর্টে বদলি হয়ে আসেন বিচারপতি সুজয় পাল। গত বছর সেপ্টেম্বর মাস থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার সামলাচ্ছিলেন তিনি।
  • Link to this news (বর্তমান)