• রোজ ভেরিফিকেশনে ৫০০ জন্ম-মৃত্যু শংসাপত্র, কমিশনের চাপে হিমশিম পুরসভাও
    বর্তমান | ১৭ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর পর্বে জন্ম এবং মৃত্যুর শংসাপত্রের কপি পেতে কলকাতা পুরসভায় আবেদনের ঢল নেমেছে। যার জেরে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে হোয়াটসঅ্যাপে ‘স্লট’ বুকিংয়ের মাধ্যমে আবেদন নেওয়ার সংখ্যা বাড়ানো হয়েছে। তার বাইরেও অফলাইনে অর্থাৎ পুরসভার কেন্দ্রীয় ভবন, বিভিন্ন বরো অফিস এবং বাংলা সহায়তা কেন্দ্রগুলিতেও জন্ম এবং মৃত্যুর শংসাপত্রের কপি নেওয়ার আবেদন জমা পড়ছে। এবার, নির্বাচন কমিশনের তরফে এসআইআরের জন্য জন্ম-মৃত্যু সার্টিফিকেট ভেরিফিকেশনের আবেদন আসা শুরু হয়েছে পুরসভায়। অর্থাৎ এসআইআরের শুনানিতে ভোটাররা যে শংসাপত্র জমা করছেন, তা আদৌ সঠিক কি না, জানতে ডিস্ট্রিক ইলেকশন অফিসারের (ডিইও) তরফে গুচ্ছ গুচ্ছ সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য পাঠানো হচ্ছে। দিনে গড়ে ৫০০টি করে আসছে ভেরিফিকেশনের আবেদন। তা নিয়ে হিমশিম পরিস্থিতি পুরসভার স্বাস্থ্যকর্তাদের।পুরসভা স্বাস্থ্য বিভাগ সূত্রের খবর, গত চারদিন ধরে ভেরিফিকেশনের জন্য আবেদন আসা শুরু হয়েছে। গুচ্ছ গুচ্ছ সার্টিফিকেট পাঠানো হচ্ছে কনফার্মেশনের জন্য। পুরসভার এক স্বাস্থ্যকর্তা বলেন, দিনে কম করে ৪০০ থেকে ৫০০ আবেদন আসছে। এর মধ্যে একদিনে ৮০০ পর্যন্ত আবেদন এসেছে। সব মিলিয়ে গত চার দিনে দু’হাজারেরও বেশি জন্ম এবং মৃত্যু শংসাপত্র এসেছে ভেরিফিকেশনের জন্য। একটা একটা করে দেখে তারপর সেটা ফের পাঠিয়ে দেওয়া হচ্ছে ডিইও’দের কাছে।উল্লেখ্য, অনলাইনে জন্ম এবং মৃত্যু শংসাপত্রের আবেদন করার জন্য হোয়াটসঅ্যাপে ‘স্লট’ বুকিং চালু রয়েছে। মাস খানেক আগেও দিনে সর্বোচ্চ ১৫২ জন বুকিং করতে পারত। এসআইআর পর্বে সেই সংখ্যাটা বাড়িয়ে ২৮০ করা হয়েছে। স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, রোজ ‘স্লট’ বুকিংয়ের মাধ্যমে ২৭০ থেকে ২৭৫টি আবেদন নিতেই হচ্ছে। এর বাইরেও বিভিন্ন বরো অফিস এবং বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন জমা হচ্ছে। পুরসভার কেন্দ্রীয় ভবনেও বহু আবেদন জমা পড়ছে। সব মিলিয়ে সার্টিফিকেটের কপি পেতে দিনে ৪৫০-৫০০টি করে আবেদন আসছে। তার উপর রয়েছে পাসপোর্টের জন্য পুলিশি ভেরিফিকেশনের কাজ। যদিও, গত ক’দিনে পুলিশের তরফে পাসপোর্টের জন্য শংসাপত্র ভেরিফিকেশনের আবেদন খানিকটা কমেছে। এর মধ্যে গত চার দিন ধরে শুরু হয়েছে নতুন হ্যাপা! রোজ ইলেকশন কমিশনের কাছ থেকে বহু সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য আসছে।
  • Link to this news (বর্তমান)