• জীবিত বৃদ্ধ দম্পতিকে মৃত সাজিয়ে জমি হাতানোর অভিযোগ, চাঞ্চল্য
    বর্তমান | ১৭ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: জীবিত দম্পতিকে মৃত সাজিয়ে জমি হাতানোর অভিযোগে চাঞ্চল্য ছড়াল অশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত এলাকায়। নিঃসন্তান বৃদ্ধ দম্পতির ওয়ারিশন সার্টিফিকেট ও মৃত্যুর শংসাপত্র পঞ্চায়েত থেকে বের করে জমি হাতানোর অভিযোগ উঠেছে শাসকদলের এক স্থানীয় নেতা তথা প্রধানের এক ঘনিষ্ঠের বিরুদ্ধে। অশোকনগর থানা থেকে জেলাশাসক পর্যন্ত সব স্তরেই গোটা বিষয়টি লিখিতভাবে জানিয়ে অভিযোগ করেছেন দম্পতি। তবে, দায় এড়াতে পঞ্চায়েত প্রধান অবশ্য জানিয়েছেন, সার্টিফিকেটে তাঁর সইও জাল করা হয়েছে।জানা গিয়েছে, হাবড়া ২ নম্বর ব্লকের অশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের বাসিন্দা ফতেজান বান্দা এবং তাঁর স্ত্রী রাবেয়া বান্দা নিঃসন্তান। বার্ধক্যের কারণে তাঁরা এখন আর কোনও কাজকর্ম করতে পারেন না। জমানো টাকা ফুরিয়ে যাওয়ায় চিকিৎসার কারণে তাঁরা ক’দিন আগে ১২ কাঠা জমি বিক্রির কথা ভাবেন। সেইমতো কাগজপত্র তৈরি করতে গিয়ে তাঁরা জানতে পারেন, পঞ্চায়েত থেকে ওয়ারিশন সার্টিফিকেট বের করে ওই জমি হাতিয়ে নিয়েছেন প্রধানের এক ঘনিষ্ঠ। শুধু তাই নয়, তাঁদের মৃত দেখিয়ে ডেথ সার্টিফিকেট বের করা হয়েছে। তাতে সই রয়েছে পঞ্চায়েত প্রধানের। এসব দেখে চক্ষু চড়কগাছ বৃদ্ধের। এখন কীভাবে ওই জমি বিক্রি করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।ফতেজান বান্দা গোটা ঘটনা জানিয়ে অশোকনগর থানা, গ্রাম পঞ্চায়েত সহ জেলাশাসকের দপ্তরেও অভিযোগপত্র পাঠিয়েছেন। বৃদ্ধ বলেন, চিকিৎসার জন্য জমি বিক্রি করব বলে ভেবেছিলাম। সেকারণে এক আত্মীয়কে ক্রেতা খুঁজতে। পরে জানতে পারি, এক ব্যক্তি পঞ্চায়েত থেকে ওয়ারিশন সার্টিফিকেট বের করে জমি হাতিয়ে নিয়েছে। ওই কাগজে রয়েছে পঞ্চায়েত প্রধানের সই। যিনি ওই জমি হাতিয়েছেন, তিনি প্রধানের অত্যন্ত ঘনিষ্ঠ। এর ন্যায্য বিচার চাই। স্ত্রী রাবেয়া বলেন, আমরা বেঁচে আছি, তা সত্ত্বেও আমাদের নামে ডেথ সার্টিফিকেট বের করে জমি হাতানো হল। প্রশাসনকে জানিয়েছি। আমরা চাই, প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিক।এ প্রসঙ্গে শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম মণ্ডল বলেন, ওয়ারিশন সার্টিফিকেটটি জাল। আমার সইও জাল করা হয়েছে। পঞ্চায়েত থেকে এমন ওয়ারিশন সার্টিফিকেট ইস্যুই করা হয়নি। জমি হাতানোর সঙ্গে আমার এক ঘনিষ্ঠের যুক্ত থাকার যে অভিযোগ করা হচ্ছে, তা ভিত্তিহীন। অভিযুক্ত তৃণমূল নেতা অবশ্য পলাতক। এনিয়ে হাবড়া ২ নম্বর ব্লকের বিডিও সীতাংশু শেখর বলেন, আমার কাছে কেউ অভিযোগ জানাননি। অভিযোগ পেলে ভূমিদপ্তরের আধিকারিকের কাছে পাঠিয়ে দেব।
  • Link to this news (বর্তমান)