• Breaking News Live: ইরান থেকে দেশে ফিরলেন ভারতীয়রা, দিল্লি বিমানবন্দরে আত্মীয়কে জড়িয়ে কান্না
    এই সময় | ১৭ জানুয়ারি ২০২৬
  • ইরানে বিক্ষোভ ক্রমশ তীব্র আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে ভারতীয়দের যত দ্রুত সম্ভব ইরান ছাড়ার পরামর্শ দিয়েছিল বিদেশ মন্ত্রক। সেই অনুযায়ী শনিবার সকালে ইরান থেকে ভারতীয়দের নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করল বিমান। আত্মীয়দের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন অনেকেই।

    শিলিগুড়ির পরে জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকে কলকাতা ফেরার কথা রয়েছে তাঁর।

    বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদহ টাউন স্টেশনে হাওড়া-গুয়াহাটি (ভায়া মালদহবন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন তিনি। সব মিলিয়ে ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের রেল ও সড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তাঁর।

  • Link to this news (এই সময়)