• ফোনে পাকিস্তানি নম্বর! কাঠুয়ায় ধৃত ৩ সন্দেহভাজন
    এই সময় | ১৭ জানুয়ারি ২০২৬
  • জম্মু-কাশ্মীরের কাঠুয়া থেকে আটক ৩ সন্দেহভাজন ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, পাক-যোগে সন্দেহজনক কাজের অভিযোগেই তাঁদের আটক করা হয়েছে। তাদের মোবাইল ফোনে মিলেছে পাকিস্তানি ফোন নম্বর। চলছে জিজ্ঞাসাবাদ।

    সূত্রের খবর, তিন সন্দেহভাজনের ফোন থেকে নিয়মিত ওই পাকিস্তানি নম্বরগুলিতে কল করা হতো। ওই নম্বরগুলি ঠিক কাদের এবং সেখানে যোগাযোগ করে কী বলা হতো তা খতিয়ে দেখছে পুলিশ।

    ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই সীমান্তে আরও সতর্ক সেনা-পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। জম্মু-কাশ্মীরের একাধিক অঞ্চলে নিয়মিত জঙ্গিযোগে সেনা-পুলিশের যৌথ অভিযানের খবর আসছে। সম্প্রতি সেনার তরফে দেশে সক্রিয় জঙ্গিদের কথা জানানো হয়েছে। যাদের সন্ধান চলছে। পাক গুপ্তচর যোগেও পুলিশের নজরে একাধিক সন্দেহভাজন। স্থলবাহিনীর সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী সম্প্রতি জানিয়েছেন, জঙ্গিদের বিনাশে এখনও অব্যাহত ‘অপারেশন সিঁদুর’।

    উল্লেখ্য, চলতি সপ্তাহে তিনবার জম্মু ও কাশ্মীরের আকাশে দেখা মিলেছে সন্দেহজনক পাকিস্তানি ড্রোনের। সাম্বা ও পুঞ্চ সেক্টরে এই ড্রোন অনুপ্রবেশের ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সেনা সূত্রে খবর, বৃহস্পতিবারই সাম্বা জেলার রামগড় সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন কেসো মানহাসান গ্রামে এবং পুঞ্চের দেগওয়ার সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে ড্রোনগুলির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনা।

  • Link to this news (এই সময়)