• সপ্তাহখানেকের ব্যবধানে দ্বিতীয়বার, নির্বাচনের আগে ফের রদবদল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশে
    এই সময় | ১৭ জানুয়ারি ২০২৬
  • কয়েকদিনের ব্যবধানেই বড় রদবদল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশে। গত ৯ জানুয়ারি নোটিস জারি করে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক থানার OC-কে বদলি করা হয়েছিল। সেই পর্বে মোট ১৫ জন সাব-ইনস্পেক্টরকে বিভিন্ন থানায় বদলি করা হয়ে ছিল বলে জানা গিয়েছে। শুক্রবার, ১৬ ই জানুয়ারি ফের নতুন নোটিস জারি করে জেলা পুলিশে রদবদল করা হলো। এই পর্বে মোট ১১ জনকে বদলি করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।

    কোন কোন থানায় কারা কারা বদলি হলেন?

    এর আগে ৯ জানুয়ারি রদবদল হয়েছিল দুই মেদিনীপুরের জেলা পুলিশে। সেই পর্বে মোট ১৫ জন সাব-ইনস্পেক্টরকে বিভিন্ন থানায় বদলি করা হয়েছিল। যেমন রামনগর থানার ওসি বুদ্ধদেব মালকে বদলি করা হয়েছে ময়না থানায়। রামনগর থানার দায়িত্ব নিচ্ছেন মহিষাদল থানার ওসি নাভূগোপাল বিশ্বাস। মহিষাদল থানার ওসি পদে বদলি করা হয়েছিল তমলুক থানার সাব-ইনস্পেক্টর সন্তু নস্করকে। ময়নার ওসি সোমনাথ শীটকে বদলি করে ভূপতিনগর থানায় পাঠানো হয়েছিল। ভূপতিনগর থানার ওসি শেখ মোঃ মহিউদ্দিনকে কাঁথি থানায় বদলি করা হয়েছিল। রদবদল হয়েছিল সুতাহাটা, মন্দারমণি কোস্টাল, ভবানীপুর, চণ্ডীপুর-সহ একাধিক থানায়। বিধানসভা নির্বাচনের আগে রুটিনমাফিক এই রদবদল করা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে।

  • Link to this news (এই সময়)