• ৩,২৫০ কোটির প্রকল্প... বাংলার জন্য আজ কী কী উপহার প্রধানমন্ত্রী মোদীর? নিজেই জানালেন
    আজ তক | ১৭ জানুয়ারি ২০২৬
  • বাংলায় বিধানসভা ভোটের বাদ্যি বেজে গিয়েছে। রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। আর এমন উত্তপ্ত পরিস্থিতিতেই বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী মোদী। দুই দিনের সফর। ১৭ এবং ১৮ তারিখ। আর এই সফরে তাঁর কী কী কর্মসূর্চি রয়েছে, সেটা নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

    ১৭ তারিখ কী কর্মসূচি?
    প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন, 'আগামিকাল, ১৭ জানুয়ারি আমি পশ্চিমবঙ্গে থাকব। মালদায় একটি অনুষ্ঠানে ৩,২৫০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন কিংবা শিলান্যাস হবে। এছাড়াও আগামিকালের অনুষ্ঠানে হাওড়া ও গুয়াহাটির মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করা হবে—এতে আমি অত্যন্ত আনন্দিত।' 

    রেলের দিকে বিশেষ নজর
    প্রধানমন্ত্রী এই সফরে একাধিক ট্রেনের উদ্বোধন করবেন। পাশাপাশি রেলে পরিষেবা উন্নয়ন নিয়ে নিজের বক্তব্য রাখবেন বলেও ধরে নেওয়া যায়। আর এই বিষয়টাই স্পষ্ট হয়েছে তাঁর একটি পোস্টে। তিনি সেখানে লেখেন, 'পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামিকালের অনুষ্ঠানে বালুরঘাট–হিলি নতুন রেললাইন, নিউ জলপাইগুড়িতে অত্যাধুনিক মালবাহী ট্রেনের রক্ষণাবেক্ষণ কেন্দ্র, শিলিগুড়ির লোকো শেডের উন্নয়ন এবং জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির শিলান্যাস করা হবে। পাশাপাশি, ৪টি নতুন অমৃত ভারত ট্রেনেরও শুভ সূচনা করা হবে।'

    রাজনৈতিক বার্তাও দিয়েছেন
    শুধু প্রকল্প উদ্বোধন করেই চুপ করে বসে থাকবেন না প্রধানমন্ত্রী মোদী। বরং তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইতেও অংশ নেবেন বলে আগেভাগেই হুঙ্কার দিয়ে রেখেছেন। তাঁর মতে, রাজ্যের সাধারণ মানুষ তৃণমূলকে নিয়ে তিতিবিরক্ত। তাঁরা চায় উন্নয়নমুখী বিজেপি সরকার। 

    আর নিজের পোস্টে এই বিষয়টা স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, 'আগামীকাল বিজেপির সমাবেশে আমি মালদা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে যাওয়ার সুযোগের অপেক্ষায় আছি। প্রতিদিনই তৃণমূলের অপশাসনের কোনও না কোনও নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত এবং  এই সরকারকে প্রত্যাখ্যান করতে তাঁরা প্রস্তুত। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার।'

    এটাই মূলত ১৭ তারিখ তাঁর কর্মসূচি। তবে প্রধানমন্ত্রী ১৮ তারিখও বাংলায় রয়েছেন। সে দিন তিনি মূলত নজর দেবেন হুগলির সিঙ্গুরের দিকে।

    ১৮ তারিখের কর্মসূচি কী? 
    যতদূর খবর, ১৮ তারিখ সিঙ্গুর যাবেন প্রধানমন্ত্রী। এটা সেই সিঙ্গুর, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান। আর অবশ্যই টাটা বিদায়। সেখানে দাঁড়িয়েই তিনি মা-মাটি-মানুষের সরকারকে উৎখাতের ডাক দিয়ে উন্নয়নের আওয়াজ তুলতে পারেন। পাশাপাশি সিঙ্গুর থেকে তিনি ৮৩০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন বলে খবর। 

    এছাড়া রবিবারই বলাগড়ে বর্ধিত বন্দ বন্দর রেল গেট সিস্টেম চালু করবেন। পাশাপাশি এই সফরে প্রধানমন্ত্রী মোদী একাধিক অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করবেন বলেও খবর। 


     
  • Link to this news (আজ তক)