• বন্দে ভারত স্লিপারে হাওড়া থেকে NJP ভাড়া কত? জেনে নিন
    আজ তক | ১৭ জানুয়ারি ২০২৬
  • ২০২৬-এর নিউ ইয়ারে পশ্চিমবঙ্গের জন্য দারুণ সুখবর। একগুচ্ছ রেল পরিষেবা নতুন করে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গের সঙ্গে কানেক্টিভিটি বাড়তে চলেছে উত্তরপ্রদেশ, তামিলনাড়ুর মতো রাজ্যের। আবার উত্তর-পূর্বের রাজ্যের সঙ্গেও যোগাযোগ বাড়তে চলেছে বাংলার। এরই আওতায় ১৭ জানুয়ারি মালদা থেকে স্লিপার বন্দে ভারতের উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দিন মালদা থেকে কামাখ্যা পর্যন্ত চালানো হবে ট্রেনটি। উদ্বোধনী যাত্রার পর চালু হবে বাণিজ্যিক যাত্রা।

    বন্দে ভারত স্লিপারের ভাড়া কত রয়েছে? জেনে নিন


     

    তবে এই দামের সঙ্গে ৫ শতাংশ GST জুড়তে হবে। অর্থাৎ হাওড়া NJP রুটে GST-সহ থার্ড এসিতে ভাড়া পড়বে ১০০০ টাকার সামান্য বেশি। রেলের তরফে জানানো হয়েছে, এই ভাড়ার মধ্যেই খাবারের চার্জও যুক্ত করা হয়েছে।

    বাংলার কোন কোন স্টেশনে দাঁড়াবে স্লিপার বন্দে ভারত?

    হাওড়া থেকে রওনা দেওয়ার পরে ট্রেনটি ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার বিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও, রাঙ্গিয়া হয়ে কামাখ্যা স্টেশনে গিয়ে পৌঁছবে।

    এরইমধ্যে রেলসূত্রে প্রকাশ্যে এসেছে স্লিপার বন্দে ভারতের টাইম-টেবিলও। সেই সূচি অনুযায়ী, হাওড়া থেকে ছাড়া ২৭৫৭৫ স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসটি  ছাড়বে সন্ধ্যা ৬টা বেজে ২০ মিনিটে। সেটি কামাখ্যা গিয়ে পৌঁছবে পরের দিন সকাল ৮টা বেজে ২০ মিনিটে।


     
  • Link to this news (আজ তক)