• এসআইআর সংশোধনের সময়সীমা বাড়াল কমিশন
    দৈনিক স্টেটসম্যান | ১৭ জানুয়ারি ২০২৬
  • শুক্রবার এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) অনুরোধ এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই এই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ, গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান ও পুদুচেরির সিইও-দের কাছে।

    কমিশনের নির্দেশে আরও বলা হয়েছে, সংশোধিত বিজ্ঞপ্তিটি অবিলম্বে সংশ্লিষ্ট রাজ্যের গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করতে হবে। পাশাপাশি, সেই বিজ্ঞপ্তির তিনটি কপি নির্বাচন কমিশনের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দাবি ও আপত্তি জানানোর সময়সীমা বৃদ্ধির বিষয়টি যাতে সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে যায়, সে জন্য ব্যাপক প্রচারের ব্যবস্থাও করতে বলা হয়েছে রাজ্য নির্বাচন দপ্তরকে। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এসআইআর প্রক্রিয়া নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পন্ন করার সম্পূর্ণ দায়িত্ব রাজ্যের নির্বাচন প্রশাসনের ওপর বর্তাবে।

    বাংলার শাসকসদল বার বার কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছে এসআইআর-এর সময়সীমা নিয়ে। তৃণমূলের দাবি, তাড়াহুড়ো করে এই প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে কমিশন। এরপর পাঁচের পৃষ্ঠায়
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)