• দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, মালদা থেকে ছুটল এই ট্রেন
    এই সময় | ১৭ জানুয়ারি ২০২৬
  • দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৭ জানুয়ারি, শনিবার, মালদা টাউন স্টেশন থেকে সবুজ পতাকা উড়িয়ে উদ্বোধন করেন হাওড়া-গুয়াহাটি (কামাখ্যা) বন্দে ভারত স্লিপার ট্রেনের। প্রথম দিন মালদা থেকে এই ট্রেন অসমের কামাখ্যার দিকে ছুটলেও, এই ট্রেন ছাড়বে হাওড়া থেকে। সাশ্রয়ী ও আরামদায়ক যাত্রাই এই ট্রেনের মূল লক্ষ্য।

    এ দিন বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধনের আগে ট্রেনটি ঘুরে দেখেন নরেন্দ্র মোদী। কথা বলেন এই ট্রেনের চালকদের সঙ্গে। স্কুলের কচিকাঁচারাও উপস্থিত ছিল ট্রেনে। তাদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। ‘মেক ইন ইন্ডিয়া’র অন্যতম নিদর্শন এই ট্রেন। অন্যদিকে ভোটমুখী বঙ্গকেও বিশেষ উপহার এটি।

    কমলা ও ধূসর রঙের অত্যাধুনিক এই ট্রেনে যাত্রীদের কমপক্ষে ৬ ঘণ্টার সফর সময় বাঁচবে। মালদা টাউন স্টেশন ছেড়ে যাওয়ার পরে উদ্বোধনের দিন এই ট্রেন থামছে সাতটি স্টেশনে— আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও ও রঙ্গিয়া।

  • Link to this news (এই সময়)