• নর্থ সিকিমে ঘুরতে গিয়ে মৃত্যু কলকাতার পর্যটকের, নেপথ্যে হাই অল্টিটিউড সিকনেস?
    এই সময় | ১৭ জানুয়ারি ২০২৬
  • সপরিবারে নর্থ সিকিমে বেড়াতে মর্মান্তিক মৃত্যু কলকাতার এক মহিলা পর্যটকের। সর্বভারতীয় সংবাদমাধ্যম NDTV সূত্রে খবর, বছর ৪৭ বয়সি ওই মহিলা তাঁর পরিবারের সঙ্গে নর্থ সিকিমে ঘুরতে গিয়েছিলেন। সেখানে গিয়েই হাই অল্টিটিউড সিকনেসের শিকার হয়ে মৃত্যু হয় ওই মহিলার। তবে, ওই মহিলার নাম এখনও জানা যায়নি।

    সিকিমের পর্যটন দপ্তর সূত্রের খবর, নিজের মেয়ে এবং পরিবারের লোকজনের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার নর্থ সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাচুংয়ে পৌঁছনোর পরে অসুস্থ বোধ করতে থাকেন ওই মহিলা। শ্বাসকষ্ট শুরু হয় তাঁর, একাধিক বার বমিও করেন তিনি। শরীর খারাপ সত্ত্বেও পরিবারের লোকজনের নিষেধ না শুনে তিনি জ়িরো পয়েন্ট -সহ একাধিক জায়গায় ঘুরতে যান।

    হোটেলে ফিরে এসে বৃহস্পতিবার গভীর রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় মহিলাকে লাচুংয়ের আর্মি ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের অনুমান, প্রায় ৯,৬০০ ফুট উচ্চতায় অবস্থিত লাচুংয়ে পৌঁছনোর পরেই হাই অল্টিটিউড সিকনেস শুরু হয় মহিলার। তারপরে প্রায় দ্বিগুণ উচ্চতায় ১৫,৩০০ ফুটে অবস্থিত জ়িরো পয়েন্টে যাওয়াই কাল হয়ে দাঁড়ায়।

    এই ঘটনায় স্থানীয় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, হাই অল্টিটিউড সিকনেস এক ধরনের শারীরিক অসুস্থতা। উঁচু পাহাড়ি অঞ্চলে বাতাসে অক্সিজেনের মাত্রা কমে গেলে শরীরে তার প্রতিক্রিয়া দেখা যায়। মাথা ঘোরা, বমি-সহ একাধিক উপসর্গ রয়েছে এই রোগের। অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হলে উপসর্গ কমে গিয়ে সুস্থ হয়ে যায় মানুষ। তবে, কোনও কোনও ক্ষেত্রে অবস্থা মারাত্মক হলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

  • Link to this news (এই সময়)