• মালদা থেকে বাংলায় ‘আসল পরিবর্তন’-এর ডাক মোদীর, প্রধানমন্ত্রীর মুখে জেন জ়ি প্রসঙ্গ
    এই সময় | ১৭ জানুয়ারি ২০২৬
  • মালদা থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বাংলায় ‘আসল পরিবর্তন’-এর ডাক। ওডিশা, ত্রিপুরা, বিহার, অসমের প্রসঙ্গ টেনে এ বার বাংলায় ‘সুশাসনের সময় এসেছে’, বললেন মোদী। সেই পথে এগোতে জেন জ়ি-ও যে পাশে আছে, মহারাষ্ট্রের BMC নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ টেনে সে কথাও বললেন তিনি। বাংলায় এসে বাংলা ভাষাতেই ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষণে উঠে আসে ‘পাল্টানো দরকার’ স্লোগানও। মোদী বলেন, ‘মালদায় রাজনীতি ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে। মালদা বাংলার সমৃদ্ধির এক কেন্দ্র। এখানে আসল পরিবর্তনের জন্য মানুষের চোখে বিশ্বাস দেখতে পাচ্ছি। আমি বিহার ভোটে জয়ের পরেই বলেছিলাম, মা গঙ্গার আশীর্বাদে এ বার বাংলায়ও বিকাশের গঙ্গা বইবে। বিজেপি এই কাজ করেই ছাড়বে।’

    ভোটমুখী বাংলায় হাইভোল্টেজ শনিবার। মালদা থেকে বন্দে ভারতের স্লিপার ট্রেন, একাধিক অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করেই জনসভা করেন নরেন্দ্র মোদী। আর সেই সভা থেকে নিশানা করেন তৃণমূল সরকারকে। মোদীর কথায়, ‘ওডিশা, ত্রিপুরা, অসমে বিজেপি সরকারের উপরে ভরসা রেখেছেন মানুষ। কিছু দিন আগে বিহারেও আরও একবার বিজেপির এনডিএ সরকারে এসেছে। অর্থাৎ বাংলার চার দিকে বিজেপির সুশাসনের সরকার আছে। এ বার বাংলায় সুশাসনের সময়।’

    এ দিন তৃণমূল সরকারকে নির্দয়, নির্মম সরকার বলে আখ্যা দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, তৃণমূল এ বাংলায় আয়ুষ্মান প্রকল্পের মতো প্রকল্পকে বাস্তবায়িত হতে দেয়নি। মোদীর কথায়, দিল্লি থেকে গরিব মানুষের প্রকল্পের জন্য টাকা পাঠানো হয়, আর সেই টাকা তৃণমূলের লোকেরা লুট করেন। তৃণমূলকে ‘গরিবের শত্রু’ বলে এ দিন উল্লেখ করেন তিনি। বলেন, ‘এই নির্দয় সরকারের বাংলা থেকে বিদায় দরকার।’

    এর আগে নদিয়ার তাহেরপুরে সভার দিন নরেন্দ্র মোদীর মুখে মতুয়া নিয়ে একটি কথাও শোনা যায়নি। যা নিয়ে বিতর্ক দানা বাঁধে। যদি সে দিন কুয়াশার জন্য তাহেরপুর যেতে পারেননি তিনি। দমদম বিমানবন্দর থেকে ভার্চুয়াল সভা করেন। তবে শনিবার মালদা থেকে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে অভয় দেন মোদী। CAA-এর মাধ্যমে তাঁদের নাগরিকত্ব দেওয়ার কথাও বলেন তিনি। আশ্বস্ত করেন, সেই সমস্ত শরণার্থীদেরও, যাঁরা ধর্মীয় হিংসার শিকার হয়ে ভিন দেশ থেকে ভারতে এসেছেন।

    একই সঙ্গে সীমান্তের জেলা মালদা থেকে অনুপ্রবেশ নিয়ে আরও একবার সরব হন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘বাংলা থেকেও অনুপ্রবেশকারীদের বের করা দরকার। কিন্তু তৃণমূলের লোকেরা তা করবে না। এখানকার মানুষই বলেন, এখানে কিছু জায়গায় ভাষা, বোলচাল পাল্টে গিয়েছে। মালদা, মুর্শিদাবাদ-সহ বাংলার বহু জায়গায় দাঙ্গা বাড়ছে। বিজেপি সরকারে এলেই অনুপ্রবেশ ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় অ্যাকশন নেওয়া হবে।’ নাম না করলেও মোদী এ দিন বেলডাঙায় সাংবাদিক পেটানোর ঘটনার তীব্র নিন্দা করেন। প্রশ্ন তোলেন, বাংলায় মেয়েদের নিরাপত্তা নিয়েও।

  • Link to this news (এই সময়)