আমেদাবাদ, ১৭ জানুয়ারি: এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার! ফের কেঁপে উঠল গুজরাতের কচ্ছ। রিখাটার স্কেলে এবারের কম্পনের মাত্রা ছিল ৪.১। যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমনই জানানো হয়েছে প্রশাসনের তরফে। এর আগে গত ২৬ ডিসেম্বর মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল কচ্ছতে। কম্পনের মাত্রা ছিল ৪.৪।আড়াই দশক আগের ভয়াবহ স্মৃতি এখনও পুরোপুরি ভুলতে পারেনি কচ্ছ। সেই আতঙ্ক ছিল শুক্রবার মধ্যরাতে। এদিন রাত ১টা ২২ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। আতঙ্কিত লোকজন প্রবল শীতের মধ্যে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ভয়ে খোলা আকাশের নীচেই রাত কাটিয়ে দেন অনেকে। গান্ধীনগরের সংস্থা আইএসআর জানিয়েছে, কেন্দ্রস্থল ছিল জেলার খাদভার ৫৫ কিলোমিটার উত্তর উত্তরপূর্বে।কচ্ছ জেলা একটি ‘অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ’ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের অন্তর্ভুক্ত। ২০০১ সালের ২৬ জানুয়ারি। সকাল ৮টা ৪৬। সারা দেশ যখন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, তখন ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে কচ্ছতে। ৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা এলাকা। উৎসস্থল ছিল ভাচাউয়ের কাছে চোবারি গ্রাম। মুহূর্তের মধ্যে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা অঞ্চল। সরকারিভাবে মৃতের সংখ্যা ১৩ হাজার ৮০০ বলে জানানো হয়েছিল। যদিও অনেকের দাবি, ২০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন দেশের ইতিহাসে ভয়াবহতম এই ভূমিকম্পে।