• ছত্তিশগড়ে এনকাউন্টারে হত দুই মাওবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র
    বর্তমান | ১৭ জানুয়ারি ২০২৬
  • রায়পুর, ১৭ জানুয়ারি: ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযানে ফের বড়ো সাফল্য নিরাপত্তা বাহিনীর। বিজাপুর জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে নিষিদ্ধ এই সংগঠনের দুই সদস্যের। বাজেয়াপ্ত হয়েছে অত্যাধুনিক অস্ত্র। শেষ খবর পাওয়া পর্যন্ত তখনও গুলির লড়াই চলছিল।আগামী ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নিশ্চিহ্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে মোদি সরকার। ইতিমধ্যে একাধিক সময়ে সেকথা শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায়। গত কয়েকমাস থেকে রাজ্যে রাজ্যে জোরদার মাও-বিরোধী অভিযান চলছে। তাতে সাফল্যও পেয়েছে নিরাপত্তা বাহিনী। ব্যতিক্রম নয় ছত্তিশগড়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাওবাদী দলের গোপন ঘাঁটির খবর পেয়ে শনিবার বিজাপুর জেলার উত্তর-পশ্চিমে একটি অঞ্চলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর বিশেষ দল। বিপদ বুঝে আত্মগোপন করে থাকা লোকজন গুলি চালালে পাল্টা জবাব দেন জওয়ানরা। ফলে দু’তরফে লড়াই শুরু হয়। এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে দুই মাওবাদীর দেহ এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।এর আগে গত ৩ জানুয়ারি বস্তার অঞ্চলে দু’টি পৃথক সংঘর্ষে ১৪ জন মাওবাদীর মৃত্যু হয়। এছাড়াও গত বছর ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান ২৮৫ জন মাওবাদী গেরিলা।
  • Link to this news (বর্তমান)