• মহিলা সাংবাদিক নিগ্রহ নিয়ে সরব প্রধানমন্ত্রী, বেলডাঙা নিয়ে তৃণমূলকে তোপ
    দৈনিক স্টেটসম্যান | ১৭ জানুয়ারি ২০২৬
  • তিনি বলেন, ‘মালদহ-মুর্শিদাবাদে অনুপ্রবেশকারীরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। মহিলা সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। তৃণমূলের এই অত্যাচার শেষ হবে একদিন, পতন ঘটবে। বাংলায় বিজেপি সরকার এলে অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।’

    প্রধানমন্ত্রী অনুপ্রবেশ নিয়ে বলেন, ‘যেসব দেশে টাকার অভাব নেই, সেসব উন্নত দেশও অনুপ্রবেশকারীদের বের করে দিচ্ছে। এ দেশ থেকে কি বের করা হবে না? তৃণমূল তো এদের সাহায্য করছে। এরা কি আপনার ক্ষতি করছে না? বিজেপি এলে অনুপ্রবেশকারীদের তাড়াবে। বড় অ্যাকশন নেবে।‘

    এরপর ফের সরাসরি তৃণমূলকে নিশানা করে তাঁর মন্তব্য,  ‘আপনাদের ভোটে বাংলায় বিজেপি আসবে, প্রতি কোণায় পদ্ম ফোটাতে হবে। ভাজপা কার্যকর্তাদের আমি বলতে চাই, তৃণমূলের তাণ্ডব শেষ হবে একদিন। রাজনীতিও শেষ হবে। আপনারা অত্যাচার থেকে  মুক্তি পাবেন।‘

    শনিবার মালদহ থেকে হাওড়া-কামাখ্যা ট্রেনের সূচনা করে দিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাত করার কড়া বার্তা দেন মোদী। নাম না করে বেলডাঙার বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি তৃণমূলকেই দায়ী করেন তিনি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)