• পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে ঝাড়খণ্ডে মুর্শিদাবাদ পুলিশের টিম, বেলডাঙার ঘটনায় দিনের শেষে গ্রেপ্তার ৩০
    এই সময় | ১৭ জানুয়ারি ২০২৬
  • শুক্রবারের পরে শনিবার সকাল থেকে ফের উত্তপ্ত হয় বেলডাঙা। শুধুমাত্র পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর প্রতিবাদ। নাকি এই বিশৃঙ্খলার পিছনে রয়েছে অন্য কিছুর উস্কানি? তদন্ত করছে মুর্শিদাবাদ পুলিশ। অন্য দিকে, আলাউদ্দিন শেখের মৃত্যুর তদন্তে মুর্শিদাবাদ পুলিশ জেলার একটি দল ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জ পৌঁছেছে বলে খবর।

    শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার কুমার সানি রাজ জানান, এ দিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাসে ভাঙচুর ঠেকাতে গেলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। এর পরে পুলিশ লাঠি চার্জ করে ও কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে ছত্রভঙ্গ করে দেয়। সব মিলিয়ে দুটো জায়গার অবরোধ তুলতে ৩৫ মিনিট সময় লেগেছে।

    এ দিনও বেলডাঙায় আক্রান্ত হন সংবাদ মাধ্যমের কর্মীরা। পুলিশ সূত্রে খবর, অশান্তির ঘটনাস্থলে মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিক প্রহৃতের ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার বলেন, ‘গত কালের মতো এ দিনও পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমাধান খোঁজার চেষ্টা করে। এ দিন তাঁদের সঙ্গে কথা বলার সময়ে দেখলাম তাঁরা অনেক বেশি উত্তেজিত ছিলেন।’ বিক্ষোভকারীদের বোঝানোর পরে উন্মত্ত জনতা বিক্ষোভ প্রদর্শন না করলে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় বলে দাবি করা হয়েছে। এ দিন বিকেলের পর থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশের দাবি।

    উল্লেখ্য, শুক্রবার ঝাড়খণ্ডে কর্মরত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর খবর পাওয়া যায়। সেই খবর বাড়িতে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা এলাকা। ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। রেলপথেও শুরু হয় অবরোধ। সেই ঘটনার সূত্র ধরেই শনিবার ফের অবরোধ শুরু করেন স্থানীয় কিছু জনতা। রেল লাইন অবরোধের কারণে এ দিনেও লালগোলা পর্যন্ত ট্রেন পরিষেবা ব্যাহত হয়।

  • Link to this news (এই সময়)