• বেলডাঙার অশান্তিতে শনিবারও রেলযাত্রীদের ভোগান্তি চরমে, নাকাল হয়ে পথেই আটকে সারাদিন
    এই সময় | ১৮ জানুয়ারি ২০২৬
  • শুক্রবারের পরে শনিবারও মুর্শিদাবাদের বেলডাঙায় অবরোধের মুখে পড়ে ভোগান্তি পোহাতে হয়েছে রেল যাত্রীদের। শিয়ালদহ শাখার শিয়ালদহ-লালগোলা রুটে এ দিন অবরোধের মুখে পড়ে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। আপ ও ডাউন রুটের মোট তিনটে ট্রেন বাতিল হয়েছে। একই ভাবে শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার ট্রেন নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে না পারার কারণে কৃষ্ণনগর জংশন স্টেশনে যাওয়ার পরে বাতিল ঘোষণা করা হয়। পরে ওই ট্রেন লালগোলা পাঠানো হয়নি। তবে সবচেয়ে বেশি হয়রানির মুখে পড়েছেন সাইরাং-কলকাতা এক্সপ্রেস ডাউন ট্রেনের যাত্রীরা।

    কলকাতাগামী সাইরাং-কলকাতা এক্সপ্রেস আজিমগঞ্জ জংশন স্টেশনে এ দিন সকাল ১০টা ৫৫ মিনিটে পৌঁছনোর পরে নৈহাটি জংশন হয়ে রুট ঘুরিয়ে দেওয়া হয়। এই ট্রেন যায় আজিমগঞ্জ স্টেশন থেকে নসিপুর রেল সেতু পেরিয়ে মুর্শিদাবাদ-বহরমপুর হয়ে কৃষ্ণনগর-রানাঘাট স্টেশন হয়ে কলকাতা। শনিবার কলকাতা স্টেশন যাওয়ার নির্দিষ্ট রুট বদল করে দেওয়ার ফলে বিভিন্ন স্টেশনের যাত্রীরা তাঁদের গন্তব্য স্টেশনে নামতে পারেননি।

    রেল সূত্রের খবর, অবরোধ শুরু হয় সকাল সাড়ে ১০টায়। অবরোধ ওঠে দুপুর আড়াইটেয়। ব্যাহত হয়—

    শিয়ালদহগামী ডাউন

    ১২.০৫: লালগোলা-শিয়ালদহ (সাড়ে তিন ঘণ্টা লেটে চলেছে)

    ১২.২৩: লালগোলা-শিয়ালদহ (সাড়ে চার ঘণ্টা লেটে চলেছে)

    ১৩.৩২: লালগোলা-রানাঘাট (বাতিল)

    ১৪.৫১: লালগোলা-রানাঘাট (বাতিল)

    লালগোলাগামী আপ

    ১১.১১: রানাঘাট-লালগোলা (প্রায় সাড়ে তিন ঘণ্টা লেটে চলেছে)

    ১১.৫১: কৃষ্ণনগর-লালগোলা (পলাশি স্টেশন থেকে ঘুরিয়ে দেওয়া হয়)

    ১৩.৪৫: শিয়ালদহ-লালগোলা ( কৃষ্ণনগর স্টেশন থেকে বাতিল করে দেওয়া হয়)

    ১৪.৫৭: রানাঘাট-লালগোলা (বাতিল)

    ১৬.৩৪: শিয়ালদহ-লালগোলা (তিন ঘণ্টা লেটে চলেছে)

  • Link to this news (এই সময়)