• মুখ‍্যসচিব-স্বরাষ্ট্রসচিব-ডিজিকে চিঠি রাজ্যের CEO দপ্তরের, কেন?
    এই সময় | ১৮ জানুয়ারি ২০২৬
  • শুক্রবারের পরে শনিবারও যে ভাবে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল বেলডাঙা, তা রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যের CEO দপ্তরের কাছে। আর সেই আবহেই রাজ্যের CEO দপ্তরের তরফে এ বার চিঠি পাঠানো হলো রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি-সহ জেলাশাসকদের কাছে। কমিশন সূত্রে খবর, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, সেই বিষয়টিকে উল্লেখ করা হয়েছে এই চিঠিতে।

    চিঠিতে বলা হয়েছে, রাজ্যের আইনশৃঙ্খলা-সহ সামগ্রিক পরিস্থিতি ঠিক রাখার দায়িত্ব এই পদাধিকারীদের। ফলে, SIR চলাকালীন যাতে কোনও ভাবেই কোনও অশান্তি না ছড়ায়, সেই বিষয়টিও নজরে রাখতে হবে তাঁদের। পাশাপাশি, বাংলার বিভিন্ন জায়গায় হিয়ারিং চলাকালীন যে অশান্তির ঘটনা ঘটেছে, সে রকম কোনও ঘটনার পুনরাবৃত্তিও যাতে না ঘটে, তার উল্লেখও করা হয়েছে।

    আর একমাসও সময় নেই। ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। বাংলায় SIR প্রক্রিয়া শুরুর পর থেকেই, শান্তিপূর্ণ ভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন করে আসার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। তবে, SIR আবহে হিয়ারিং শুরুর পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসা শুরু হয়।

    কখনও হিয়ারিং চলাকালীন ফরাক্কার বিডিও অফিসে হামলা চালানোর ঘটনা, কখনও বা উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। চলতি বছরের ৫ জানুয়ারি থেকেই প্রত্যেক সপ্তাহে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি-সহ সামগ্রিক রিপোর্ট রাজ্যের CEO দপ্তরের তরফে পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

    সেই নির্দেশ মেনে, প্রথম সপ্তাহে চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনার রিপোর্ট পাঠানো হয়েছিল। আর এ বার দ্বিতীয় সপ্তাহে মুর্শিদাবাদের বেলডাঙায় যে অশান্তির ঘটনা সামনে এসেছে, সেই সংক্রান্ত রিপোর্টও পাঠানো হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

  • Link to this news (এই সময়)