দেশের প্রধান বিচারপতির সামনে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিস্ফোরক মমতা
দৈনিক স্টেটসম্যান | ১৮ জানুয়ারি ২০২৬
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান ও প্রাক্তন একাধিক বিচারপতি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষ বিচারব্যবস্থার উপরে ভরসা রাখে। বিচারব্যবস্থা আমাদের সংবিধানের রক্ষাকর্তা। দেশের সব মানুষের পক্ষ থেকে আমার অনুরোধ, আমরা যেন একতার পক্ষে কাজ করি, কোনও ধর্মীয় বা জাতপাতের ভিত্তিতে ভেদাভেদ না হয়।’
তিনি আরও বলেন, ‘মিডিয়া ট্রায়াল বন্ধ হোক। এখন মানুষকে বদনাম করার প্রবণতা তৈরি হয়েছে। বেশ কিছু এজেন্সি ইচ্ছাকৃতভাবে মানহানি করছে। আমি নিজের জন্য বলছি না, গণতন্ত্র, দেশ, বিচারব্যবস্থা, সংবিধান, দেশের মানুষকে বাঁচান। সংবিধানকে বাঁচান।’
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার রাজ্য বিচারব্যবস্থার পরিকাঠামো বৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছে। যদিও কেন্দ্রীয় সরকার অর্থায়ন বন্ধ রেখেছে। নতুন ফাস্ট ট্র্যাক কোর্ট, পকসো কোর্ট এবং শ্রম আদালত তৈরি করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নতুন ভবনের জন্য রাজ্য সরকার নিউ টাউনে জমিও প্রদান করেছে।