• ছাদ বাগান দেখানোর নাম করে নাবালিকাকে নিগ্রহের অভিযোগ, রণক্ষেত্র উত্তরপাড়া
    এই সময় | ১৮ জানুয়ারি ২০২৬
  • উত্তরপাড়ায় ফের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগ, ছাদ বাগান দেখানোর নাম করে অভিযুক্ত নাবালিকাকে শনিবার দুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পরে অভিযুক্ত নাবালিকাকে যৌন হেনস্থার পাশাপাশি ধর্ষণের চেষ্টা করে। ঘটনা জানাজানি হতেই এলাকার বাসিন্দারা অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করে। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

    অভিযোগ, উত্তরপাড়ার এক প্রয়াত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলারের ছেলে নাবালিকাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। নাবালিকার বাবার অভিযোগ, দোতলার ছাদ বাগান দেখানোর নাম করে অভিযুক্ত তার মেয়েকে ডেকে নিয়ে গিয়েছিল। অভিযুক্ত ধর্ষণের চেষ্টা করলে নাবালিকা কোনও ভাবে সেখান থেকে পালিয়ে আসে। এর পরেই পুলিশ এসে অভিযুক্তকে আটক করে।

    অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এই অভিযোগ তুলে শনিবার সন্ধ্যের পরে এলাকার বাসিন্দারা থানা ঘেরাও করেন। সেখানে স্থানীয় বিজেপি এবং সিপিএমের নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। উত্তরপাড়ায় এ ধরনের ঘটনার প্রতিবাদ জানান তাঁরা। বিজেপি রাজ্য কমিটির সদস্য প্রণয় রায় বলেন, ‘আট বছরের এক শিশু কন্যাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক। আমরা পুলিশকে জানিয়েছি, কোনও ভাবেই যাতে অপরাধী ছাড়া না পায়। প্রশাসন যদি তার কাজ না করে আমরা রাস্তায় নামব।’

    প্রাক্তন সিপিএমের বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ বলেন, ‘অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের ছেলে। তাই গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল। আমরা থানায় এসেছি যাতে কোনওভাবেই এই কেসকে ধামাচাপা দেওয়া না যায়। আমরাও এর শেষ দেখে ছাড়ব।’ যদিও ঘটনার পরে অভিযুক্তের ছেলে বলেন, ‘আমার বাবা নির্দোষ। তিনি বাচ্চাদের একটু ভালোবাসে।’ এ দিকে এলাকার বাসিন্দারা গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

    উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উত্তরপাড়ার হিন্দমোটরে বন্ধ কারখানায় এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় এক যুব তৃণমূল কর্মী ও তার দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। পুলিশ সেই ঘটনায় নাবালিকার বন্ধু-সহ চার জনকে গ্রেপ্তার করেছিল।

  • Link to this news (এই সময়)