ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে ফের ড্রোনের হানা। শনিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের সাম্বার রামগড় সেক্টরে একটি ড্রোন দেখতে পাওয়া গিয়েছে খবর। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে চতুর্থ বার ড্রোনের দেখা পাওয়া গেল জম্মু-কাশ্মীরের সীমান্তে।
শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ, একটি ড্রোন মিনিট দুয়েকের জন্য দেখা গিয়েছিল। সীমান্তে থাকা একটি সেনা ক্যাম্পের কাছে ঘোরাফেরা করার পরে পাকিস্তানি ভূখণ্ডে তা ফিরে যায়। এর আধ ঘন্টা পরে, আন্তর্জাতিক সীমান্তের কাছে আবতাল এলাকায় দ্বিতীয় বারের মতো ড্রোন অনুপ্রবেশের খবর পাওয়া যায়।
উল্লেখ্য, গত কয়েক দিনে সাম্বা ও পুঞ্চ সেক্টরে ড্রোন উড়তে দেখা গিয়েছে। ভারত এবং পাকিস্তান সীমান্তে ড্রোন উড়তে দেখার পরেই সতর্ক সেনা।
সেনা সূত্রে খবর, সাম্বা জেলার রামগড় সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন কেসো মানহাসান গ্রামে এবং পুঞ্চের দেগওয়ার সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে ড্রোনগুলির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনা। ড্রোনগুলিকে রুখতে এবং নিস্ক্রিয় করতে সঙ্গে সঙ্গে ‘কাউন্টার-ইউএএস’ বা ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা সক্রিয় করে সেনাবাহিনী।
এ দিকে পর পর কয়েক দিন সীমান্তে ড্রোন উড়তে দেখার পরে ভারতীয় গোয়েন্দাদের কপালে ভাঁজ। পাকিস্তান আবার কোনও বড় ধরনের নাশকতা করতে চাইছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
এর আগে ড্রোন মারফৎ মাদক ও অস্ত্র পাচার করতে দেখা গিয়েছে পাকিস্তানকে। সম্প্রতি সাম্বার পালুরায় অভিযান চালিয়ে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছে সেনা। ওই অস্ত্রও ড্রোন মারফৎ সেখানে ফেলা হয়েছিল বলেও সন্দেহ সেনা আধিকারিকদের। এই ঘটনার জেরে গোটা সীমান্ত এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে । সীমান্তে নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বুধবারই জম্মু-কাশ্মীরের কাঠুয়া থেকে তিন জন সন্দেহভাজনকে ধরা হয়েছে। পুলিশ সূত্রে খবর, পাক-যোগে অভিযোগেই তাঁদের আটক করা হয়েছে। তাদের মোবাইল ফোনে মিলেছে পাকিস্তানি ফোন নম্বর। এই নিয়ে জিজ্ঞাসাবাদ করাও হচ্ছে তিন জনকে।