• কুয়াশার দাপটে বিমান বিভ্রাটের আশঙ্কা, যাত্রীদের জন্য জরুরি নির্দেশিকা এয়ার ইন্ডিয়ার
    এই সময় | ১৮ জানুয়ারি ২০২৬
  • হাড়কাঁপানো ঠান্ডা আর ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত উত্তর ভারত-সহ দিল্লি। রবিবার সকালেও দিল্লির আকাশ ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। তাই সেই পরিস্থিতিতে বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এয়ার ইন্ডিয়া আশঙ্কা প্রকাশ করেছে। তারা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে জরুরি নির্দেশিকা বা ‘ট্রাভেল অ্যাডভাইজারি’ জারি করেছে।

    এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে আসায় বিমান চলাচলের সময়সূচীতে কিছু পরিবর্তন হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় এয়ার ইন্ডিয়া তাদের ‘ফগ-কেয়ার’ উদ্যোগ চালু করেছে। কুয়াশার কারণে যে সব ফ্লাইট বাতিল বা বিলম্বিত হবে, সেই সব যাত্রীরা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই ফ্লাইটের সময় পরিবর্তন করতে পারবেন। শুধু তাই নয়, তারা যদি ফ্লাইট বাতিলও করেন তাহলে পেনাল্টি ছাড়াই পুরো টাকা ফেরত নিতে পারবেন।

    অন্য দিকে, দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষও যাত্রীদের অনুরোধ করেছে, বিমানবন্দরে আসার আগে তারা যেন অবশ্যই এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেনে নেন।

    সামনেই ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষে দিল্লি ও বিমানবন্দর চত্বরে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, কুয়াশা এবং নিরাপত্তাজনিত কারণে চেক-ইন করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে। তাই যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বাড়ি থেকে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

    মৌসম ভবনের (IMD) তথ্য অনুযায়ী, শনিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩.২ ডিগ্রি কম। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী ১৭-২০ জানুয়ারির মধ্যে তাপমাত্রার কিছুটা উন্নতি হবে। সেই সঙ্গে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে ২৩-২৬ জানুয়ারির মধ্যে দিল্লিতে ফের শৈত্যপ্রবাহ হতে পারে পূর্বাভাস দেওয়া হয়েছে।

    কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দিল্লির দূষণ। শনিবার সন্ধ্যায় দিল্লিতে বায়ুর গুণমান সূচক (AQI) ৪২৮-এ পৌঁছেছে, যা ‘অতি ভয়ানক’ পর্যায়ের মধ্যে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ইতিমধ্যেই দূষণ বিরোধী বিধিনিষেধ বা ‘গ্র্যাপ ৪’ (GRAP-Stage IV) কার্যকর করেছে।

  • Link to this news (এই সময়)