• সরস্বতী পুজোয় এ বার থাকবে না ঠান্ডার আমেজ, সোমবার থেকেই বাড়তে পারে তাপমাত্রা
    এই সময় | ১৮ জানুয়ারি ২০২৬
  • এই সময়: পারদের কাঁটা থমকে গেল ৯ ডিগ্রির ঘরেই। বেশ কিছু দিন ধরে শীত যে ভেলকি দেখাচ্ছিল দক্ষিণবঙ্গজুড়ে, গত দু’দিনে সে পরিস্থিতি বদলে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। এ বার পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল। কিন্তু শনিবার দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও ৮ ডিগ্রির ঘরেও নামেনি। এ দিন বাঁকুড়া ও কল্যাণীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে এটাই সর্বনিম্ন।

    হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়বে। সরস্বতী পুজোর দিনে কলকাতায় গরম অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার অনুভূতি থাকলেও তাপমাত্রা উপরের দিকই থাকবে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দক্ষিণ এবং উত্তরবঙ্গে কুয়াশার দাপট বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পর পর পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেই তাপমাত্রার পারদ ওঠানামা করছে। শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে। নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা সোমবার ঢোকার কথা।

    গত কয়েক দিন ধরেই কলকাতার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি। তাও অবশ্য স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। শনিবার বাঁকুড়া ও কল্যাণীর পাশাপাশি শ্রীনিকেতনের তাপমাত্রা (৯.৯ ডিগ্রি) ছিল এক অঙ্কের ঘরে।

    এ ছাড়া দক্ষিণবঙ্গের সর্বত্র তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে বা তার উপরে ছিল। কলকাতার উপকণ্ঠে সল্টলেকে এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। দার্জিলিঙে অবশ্য এখনও ঠান্ডা কমেনি। শনিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

    আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, রবিবার থেকে হাওয়ার বদল শুরু হবে। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে বাড়বে কুয়াশার ঘনঘটা। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনায় ঘন কুয়াশা থাকবে বিক্ষিপ্ত ভাবে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

    পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কোথাও কোথাও ৯ ডিগ্রির নীচে নামার সম্ভাবনাও রয়েছে। তবে সোমবার থেকে বুধবারের মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। কলকাতায় তাপমাত্রা পৌঁছবে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পশ্চিমের জেলায় ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে পারদ থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হবে না।

  • Link to this news (এই সময়)