মুসলিমদের নাম কাটতে চাপ, আত্মহত্যার হুমকি রাজস্থানের বিএলওর
বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
জয়পুর: বিজেপি নেতাদের কথামতো মুসলিম ভোটারদের নাম বাদ দিতে হবে। অন্যথায় চাকরি থেকে সাসপেন্ড হয়ে যাবেন। পদ্মপার্টির এই হুমকিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন রাজস্থানের জয়পুরের এক বিএলও। নাম কীর্তি কুমার। আতঙ্কিত ভোট-কর্মীর বার্তা, এভাবে চললে জেলাশাসকের অফিসে গিয়ে আত্মহত্যা করব।কিন্তু, কেন চরম পথ বেছে নেওয়ার কথা বলছেন কীর্তি? জানা গিয়েছে, এবার হাওয়ামহল বিধানসভা কেন্দ্রের বুথ লেভেল অফিসার বা বিএলও। তাঁর অভিযোগ, খসড়া তালিকা থেকে তাঁর বুথের ৪৭০ জন ভোটার নিয়ে আপত্তি তুলেছে বিজেপি। ওই ৪০ শতাংশ নাম লিস্ট থেকে বাদ দিতে চাপ দিচ্ছেন বিজেপি নেতারা। কীর্তির দাবি, ওই ভোটাররা মুসলিম। তাঁদের নথিপত্র আগেই যাচাই করা হয়েছে। তাতে কোনও সমস্যা নেই। তাসত্ত্বেও নাম বাদ দিতে চাইছে গেরুয়া শিবির।হাওয়ামহল বিধানসভা কেন্দ্রটিতে মুসলিম ভোটারদের সংখ্যাই বেশি। তারপরও ২০২৩ সালে এই কেন্দ্রে জিতেছিলেন বিজেপির বালমুকুন্দ আচার্য। জয়পুরের দক্ষিণমুখীজি বালাজি মন্দিরের এই পূজারি এলাকায় মহারাজ নামেই খ্যাত। মাত্র ৯৭৪ ভোটে তিনি জয়ী হয়েছিলেন। তারপর থেকে বারবার সংখ্যালঘু বিরোধী মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। কীর্তি বলছিলেন, বিজেপির কথামতো কাজ না করলে সাসপেন্ড করার হুমকি দিচ্ছে। আমি ওদের রাজনীতি খুব ভালো করে জানি। সিনিয়রদের বিষয়টি জানিয়েছি। এই নিয়ে বিতর্ক তৈরি হতেই বিজেপি কাউন্সিলার সুরেশের সাফাই, ‘৮ ও ৯ জানুয়ারি কুমারের এলাকার ৪৬৭ জন ভোটারের নামে আপত্তি তুলেছেন বুথ লেভেল এজেন্টরা। মুসলিম ভোটারদের নিয়ে কোনো মাথাব্যথা নেই। কিন্তু, আমি নিশ্চিত, ওই ভোটারদের কোনও অস্তিত্ব নেই।’ আপত্তি জানানোর ক্ষেত্রে বিজেপি নেতা-কর্মীরা কমিশনের নিয়মও মানছেন না বলে অভিযোগ।