• বিচারপতি ভার্মার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, সংসদীয় কমিটির তদন্ত চলবে
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: নগদকাণ্ডে আরও বিপাকে বিচারপতি যশবন্ত ভার্মা। সংসদীয় কমিটির তদন্ত এড়াতে তিনি দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টের। কিন্তু, দেশের শীর্ষ আদালত খারিজ করে দিয়েছে সেই আবেদন। গত ৮ জানুয়ারি সওয়াল-জবাবের পর রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এস সি শর্মার বেঞ্চ এই মামলার রায়ে সাফ জানিয়ে দিয়েছে, নগদকাণ্ডে বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্ত করতে পারবে সংসদীয় কমিটি। তাঁকে অপসারণ বা ইমপিচমেন্ট করা হবে কি না, সেই সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করবে এই রিপোর্টের উপরে।গত বছর ১৫ মার্চ বিচারপতি ভার্মার দিল্লির বাংলোতে আগুন লাগে। খবর পেয়ে ছুটে আসে দমকল। বাংলো ক্ষতিগ্রস্ত অংশ থেকে বিপুল পরিমাণ পোড়া নোট উদ্ধার হয়। এই ঘটনায় বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্তরে দুর্নীতি নিয়ে বড়োসড়ো প্রশ্ন ওঠে। বিচারপতি ভার্মার সঙ্গে সম্পর্কিত দুর্নীতির তদন্তে কমিটি গঠন করেন লোকসভার স্পিকার। সেই কমিটির বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিচারপতি ভার্মা। তাঁর হয়ে আদালতে সওয়াল করেন সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহতগি। তিনি জানান, সংসদের দুই কক্ষে একইদিনে বিচারপতিকে অপসারণের নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু, লোকসভার স্পিকার একতরফাভাবে কমিটি গঠন করেছেন। যে বিধি অনুযায়ী এই কমিটি গঠিত হয়েছে, তা আইনের সাম্যের পরিপন্থী। যদিও তাঁর যুক্তি কাজে আসেনি।যদিও উদ্ধার হওয়া পোড়া নোটের সঙ্গে তাঁর কোনো যোগ নেই বলে দাবি করেছিলেন বিচারপতি ভার্মা। বিতর্ক তৈরি হতেই বিশেষ প্যানেল তৈরি করে শীর্ষ আদালত। সেই কমিটি তাঁর অপসারণের সুপারিশ করে। ওই রিপোর্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠিয়ে দেন তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এর বিরুদ্ধেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিচারপতি ভার্মা। কিন্তু, কোনো লাভ হয়নি। এবার সংসদীয় কমিটির তদন্তেও কোনও বাধা দিল না শীর্ষ আদালত। তাতে আরও বিপাকে পড়লেন বিচারপতি ভার্মা। সংশ্লিষ্ট মহলের মতে, কমিটি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে। তাদের সুপারিশ সংক্রান্ত রিপোর্ট জমা পড়বে স্পিকারের কাছে। তিনি তা সংসদে উত্থাপন করবেন। প্রথমে লোকসভায়, পরে রাজ্যসভায়। যেহেতু বিচারপতি ভার্মার অপসারণ নিয়ে শাসক ও বিরোধীদের মধ্যে কোনো বিরোধ নেই, তাই এই প্রক্রিয়া সহজ হবে বলেই মত তথ্যাভিজ্ঞ মহলের।
  • Link to this news (বর্তমান)