মুম্বই: থানে পুর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের নেতৃত্বাধীন শিবসেনা। তবে তাঁর নিজের বাড়ি যে ওয়ার্ডে সেখানে জয় ছিনিয়ে নিল উদ্ধব থ্যাকারে শিবসেনা। সেখানে সিন্ধে-সেনার প্রার্থী তথা প্রাক্তন মেয়রকে হারিয়ে দিয়েছে উদ্ধবের দল। ১৩এ ওয়ার্ডে শিবসেনা (উদ্ধব) প্রার্থী শাহজি খুশপে ছ’শোরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন সিন্ধের দলের অশোক ভাইতিকে। তবে সংলগ্ন ১৩বি, ১৩সি এবং ১৩ডিতে সিন্ধের শিবসেনা জিতেছে। ওই তিন আসনে বিজয়ীদের নাম নির্মলা কানসে, বর্ষা কানসে এবং অনিল ভোর। থানে নির্বাচনে ১৬৫ আসনের মধ্যে ৭৫টিতে জয় পায় সিন্ধে শিবসেনা। তাদের জোটসঙ্গী বিজেপি পেয়েছে ২৮ আসন। এনসিপি (এসপি) জিতেছে ১২ আসনে এবং এনসিপি (অজিত) এর ঝুলিতে গিয়েছে ৯ আসন।