• এ আর রহমানকে ‘ঘর ওয়াপসি’র প্রস্তাব দিল বিশ্ব হিন্দু পরিষদ
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: হিন্দি সিনেমা জগতে তিনি হারিয়ে গিয়েছেন। আর কাজ মিলছে না। হতে পারে সেটা তাঁর ধর্মের কারণে। ঠিক এইভাবেই বলিউডকে নিয়ে এক সাক্ষাৎকারে প্রতিক্রিয়া দিয়েছিলেন প্রখ্যাত সুরকার এ আর রহমান। এবার তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে নিজের সম্প্রদায়ে ফিরে আসার প্রস্তাব দিলেন বিশ্ব হিন্দু পরিষদের বিনোদ বনসল। তিনি বলেন, বলিউডের উপর দোষ না দিয়ে তাহলে এবার রহমানের নিজের ঘরে ফেরা উচিত। বনসল এও বলেন, এত বছর ধরে তিনি (রেহমান) বলিউডে থেকেই খ্যাতি অর্জন করেছেন। আর এখন সেই বলিউডেরই নিন্দা করছেন। প্রসঙ্গত, রহমান হিন্দু থেকে ইসলামে ধর্মান্তরিত হয়েছিলেন।সম্প্রতি রহমান এক সাক্ষাৎকারে দাবি করেন, গত আট বছরে তিনি কোনও কাজ পাননি। এখন বলিউডে নিজেকে তাঁর বহিরাগত বলে মনে হয়। আর তার কারণ ব্যাখ্যা করতে গিয়েই তিনি বলেন, হতে পারে এটা কোনও সাম্প্রদায়িক বিষয়। তবে কাজ না পেলেও তিনি কারও কাছে হাত পাতবেন না এটাও জানিয়ে দেন। বলেন, তিনি চান যে তাঁকে কেউ ডাকুক। যতদিন না তা হচ্ছে, ততদিন তিনি পরিবারের সঙ্গেই আরও বেশি সময় কাটাবেন। - ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)