• মহিলাদের ২০০০ টাকা, তামিলনাড়ুতে দেদার ভোট-প্রতিশ্রুতি এআইএডিএমকের
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • চেন্নাই: আর কয়েক মাস পরই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন।  এরইমধ্যে ভোটের প্রচারে নেমে পড়ল বিরোধী দল এআইএডিএমকে। দলের  সাধারণ সম্পাদক এ কে পালানিস্বামী শনিবার ভোটে দলের পাঁচ প্রতিশ্রুতির ঘোষণা করলেন। এদিন ছিল এআইএডিএমকে প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এম জি রামচন্দ্রণের ১০৯তম জন্মবার্ষিকী। চেন্নাইয়ে দলীয় কার্যালয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন পালানিস্বামী।এরপরই তিনি আসন্ন নির্বাচনে দলের প্রতিশ্রুতি ঘোষণা করেন। এআইএডিএমকে ভোটে জিতলে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে মহিলাদের জন্য ‘কুলা ভিলাক্কু থিট্টম’ প্রকল্প চালুর আশ্বাস দিয়েছেন তিনি। এর মাধ্যমে মহিলাদের প্রতি মাসে দু’হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। শুধু তাই নয়, পুরুষদের জন্যও বিনামূল্যে বাস পরিষেবা চালুর আশ্বাস দিয়েছে প্রয়াত নেত্রী জয়ললিতার দল। সেইসঙ্গে গ্রামে গৃহহীনদের জন্য পাকাবাড়ি, শহরাঞ্চলে বহুতল আবাসনের ঘোষণাও করেছেন পালানিস্বামী। পাশাপাশি, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে কাজের দিন সংখ্যা ১২৫ দিন থেকে বাড়িয়ে ১৫০ দিন করা, ‘আম্মা টু-হুইলার’ প্রকল্প পুনরায় চালু করা এবং পাঁচ লক্ষ মহিলাকে ২৫,০০০ টাকা করে ভর্তুকি প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছে এআইএডিএমকে।
  • Link to this news (বর্তমান)