• বিজেডি নেতার বাড়িতে অভিযান ইডির, মিলল আলমারি ভর্তি টাকা
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • ভূবনেশ্বর: বেআইনি খনি মামলার তদন্তে শনিবার সকালে ওড়িশার বিজেডি নেতা হৃষীকেশ পাধির বাড়িতে হানা দিল ইডি। তল্লাশির সময় আধিকারিকদের চোখ যায় ঘরের আলমারিতে। সেটি খুলতেই চক্ষু চড়কগাছ! জামা-কাপড় বা গয়নাগাটি নয়, তাকজুড়ে থরে থরে সাজানো বান্ডিল বান্ডিল নোট। বর্তমানে নবীন পট্টনায়েকের দলের সহ সভাপতি পাধি। পেশায় ঠিকাদার। বেআইনি খনি মামলায় তাঁর নাম জড়িয়েছিল। ওই মামলার তদন্তেই শনিবার গঞ্জাম জেলার প্রায় ২০টি স্থানে একযোগে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় এজেন্সি। তদন্তকারীরা হানা দেন বেহরমপুরের একাধিক ব্যবসায়ীর বাড়ি-অফিসেও। ইডি সূত্রে খবর, পাধি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে বিপুল আর্থিক প্রতারণা ও কর ফাঁকির অভিযোগ রয়েছে। আলমারি ভর্তি নোট উদ্ধার হলেও টাকার অঙ্ক সম্পর্কে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।তদন্তকারীরা জানতে পেরেছেন, অটো-ট্রাক্টর চালক, মিষ্টি ও পান বিক্রেতাদের নাম ব্যবহার করে লিজ নিত গঞ্জামের বালি মাফিয়ারা। এবং বেআইনিভাবে বিপুল মুনাফা আদায় করত। মানি ট্রেইলের তদন্তে নেমেই আলমারি ভর্তি টাকার হদিশ পেল ইডি।
  • Link to this news (বর্তমান)