• কাবাডি খেলোয়াড় খুনে প্রধান অভিযুক্ত এনকাউন্টারে খতম, গ্রেপ্তার হাওড়া থেকে
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • মোহালি: পাঞ্জাবে কাবাডি খেলোয়াড় খুনে মূল অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ। শনিবার সকাল সাতটা নাগাদ নিউ চণ্ডীগড়ের রুরখি খাম এলাকার এয়ারপোর্ট রোডে ওই এনকাউন্টার হয়। পুলিশ জানিয়েছে, কাবাডি খেলোয়াড় তথা প্রোমোটার রানা বালুচরিয়া খুনের মামলায় মূল অভিযুক্ত করণ পাঠক সহ তিনজনকে হাওড়া থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে শুক্রবার রাতে করণ পুলিশ হেপাজত থেকে পালায়। তারপর থেকেই তার খোঁজ চালাচ্ছিল পুলিশ। নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে পুলিশ এয়ারপোর্ট রোডের মুলানপুর এলাকায় হানা দেয়। পুলিশকে দেখেই করণ গুলি চালানো শুরু করে। পালটা গুলিতে গুরুতর জখম হয় করণ। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, করণের কাছে .৩০ বোর পিস্তল ছিল। পুলিশকে লক্ষ্য করে সে ছয় থেকে সাত রাউন্ড গুলি ছোড়ে। পুলিশ পালটা নয় রাউন্ড গুলি চালায়। তাতেই প্রাণ হারায় করণ। ওই এনকাউন্টারে পুলিশ অফিসার জসবিন্দর জখম হন। বর্তমানে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
  • Link to this news (বর্তমান)