• ২২ কোটি টাকা জরিমানা ইন্ডিগোর
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: গত বছরের ডিসেম্বরে ইন্ডিগোর বিমান পরিষেবায় বিভ্রাটের জেরে দেশজুড়ে নাকাল হতে হয়েছিল যাত্রীদের। সেই ঘটনার ৬৮ দিন পর ইন্ডিগোকে ২২.২০ কোটি টাকা জরিমানা করল অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)। সেইসঙ্গে ভুলত্রুটি শুধরে নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে ৫০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টিও দিতে বলা হয়েছে।  গত মাসের এই ঘটনায় তদন্ত শুরু করেছিল ডিজিসিএ। সেখানে বিমান পরিবহণ সংস্থার পরিকল্পনা, পরিচালনাগত একাধিক ত্রুটি উঠে এসেছে। এছাড়াও নিয়ম পালনেও গাফিলতির বিষয়টিও উঠে এসেছে। এরপরই ওই জরিমানা ছাড়াও ইন্ডিগোর সিনিয়র ম্যানেজমেন্টের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, ডিজিসিএ-র ওই নির্দেশিকা তাদের হাতে এসেছে। সেই অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • Link to this news (বর্তমান)