• ‘অহিন্দু প্রবেশ নিষেধ’, সাইনবোর্ড হর কি পৌরিতে
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • হরিদ্বার: ‘অহিন্দুদের প্রবেশ নিষেধ’। শুক্রবার হরিদ্বারের হর কি পৌরির নানা জায়গায় লাগানো হল এমনই সাইনবোর্ড। লক্ষ্য ‘হিন্দু জোন’। দেবভূমি হরিদ্বারের ১২০ বর্গকিমি এলাকা জুড়ে ছড়িয়ে থাকা ১০৫টি ঘাটে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে উত্তরাখণ্ড সরকার। সম্প্রতি সামনে এসেছিল সেই খবর। এরইমাঝে এদিন হরিদ্বারের হর কি পৌরির এই ঘটনায় রীতিমতো চর্চা শুরু হয়েছে।হরিদ্বারের ঘাট ও হর কি পৌরির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে গঙ্গা সভা। জানা গিয়েছে, এই সংগঠনের তরফেই হর কি পৌরির প্রতিটি প্রবেশদ্বারে সাইন বোর্ড লাগানো হয়েছে। এছাড়া সেতু, রেলিং ও পিলারের গায়েও একাধিক সাইনবোর্ড টাঙানো হয়েছে। ১৯১৬ সালের হরিদ্বার পুর আইন অনুযায়ী, হর কি পৌরির প্রধান স্নানঘাট ও আশেপাশের এলাকায়  ইতিমধ্যেই অহিন্দুদের প্রবেশ নিষেধ। এবার গোটা এলাকায় সেই নিয়ম জারি হল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন তিনেক আগে একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে গঙ্গা সভা। ভিডিয়োতে দেখা যায়, আরবি পোশাক পরা দুই যুবক হর কি পৌরিতে ঘুরে বেড়াচ্ছে। পরে জানা যায়, তারা হিন্দু। আসলে ইউটিউব চ্যানেলের জন্য একটি ভিডিয়ো তৈরি করছিল। এনিয়ে জোর বিতর্ক শুরু হয়। উল্লেখ্য, ২০২৭ সালে হরিদ্বারে অর্ধকুম্ভ মেলা আয়োজিত হবে। সেইসূত্রেই এই যাবতীয় তৎপরতা বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)