মুম্বই, বেঙ্গালুরু ও দক্ষিণ ভারতের ৪টি অমৃত ভারত এক্সপ্রেস পেল উত্তরবঙ্গ, ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: নতুন বছরে চারটি নতুন ট্রেন উপহার পেল উত্তরবঙ্গবাসী। চারটি ট্রেনের মধ্যে দুটি আলিপুরদুয়ার জংশন ও দুটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে। আলিপুরদুয়ার জংশন থেকে একটি মুম্বই (পানভেল) ও অন্যটি বেঙ্গালুরুর এসএমভিটি স্টেশন পর্যন্ত যাবে। অন্যদিকে, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নাগেরকয়েল ও অন্যটি তিরুচ্চিরাপল্লি স্টেশন পর্যন্ত যাবে। নতুন বছরে একইদিনে একসঙ্গে চারটি নতুন ট্রেন পেয়ে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত উত্তরবঙ্গবাসী। শনিবার মালদহ থেকে একইসঙ্গে এই চারটি ট্রেনের ফ্ল্যাগঅফ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এদিন মালদহ থেকে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনের সময় আলিপুরদুয়ার জংশনে উপস্থিত ছিলেন সাংসদ মনোজ টিগ্গা, উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডিআরএম দেবেন্দ্র সিং ও রেলের অন্যান্য আধিকারিকরা। এমপি মনোজ টিগ্গা বলেন, ডুয়ার্সের মানুষ খুব সহজেই দক্ষিণ ও পশ্চিম ভারত যাওয়ার সুযোগ পাবেন।জানা গিয়েছে, দু’টি ট্রেনই সপ্তাহে একদিন করে চলবে। তবে এদিন দু’টি অমৃত ভারত ট্রেনের মধ্যে একটি চালু করা হয়েছে শিলিগুড়ি জংশন থেকে। কারণ দু’টি ট্রেনকে আলিপুরদুয়ার জংশনে একসঙ্গে রাখা সম্ভব ছিল না। শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার থেকে পানভেল (মুম্বই) যাওয়ার ট্রেন ছাড়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ও শিলিগুড়ির বিধায়ক।আলিপুরদুয়ার চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে বলেন, দক্ষিণ ও পশ্চিম ভারতগামী দু’টি ট্রেন চালু হওয়ায় ব্যবসায়ী মহল অবশ্যই উপকৃত হবে।প্রতি বছর পর্যটন মরশুমে বাইরের রাজ্যগুলি থেকে প্রচুর পর্যটক গোরুমারা, জলদাপাড়া জাতীয় উদ্যান ও বক্সার জঙ্গলে বেড়াতে আসেন। ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি পার্থসারথী রায় বলেন, আলিপুরদুয়ার থেকে দু’টি ট্রেন চালু হওয়ায় এবার বাইরের রাজ্যগুলি থেকে উত্তরের জঙ্গলগুলিতে পর্যটকদের ঢল নামবে বলে আমরা আশা করছি।অন্যদিকে, এদিন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ও রাঙাপানি স্টেশন থেকে যথাক্রমে নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লি ও নিউ জলপাইগুড়ি নাগেরকয়েল অমৃত ভারত ট্রেনের উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী ভার্চুয়াল এই ট্রেন উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানে নিউ জলপাইগুড়ি স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ও ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। রাঙাপানি স্টেশনে উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ফাঁসিদেওয়ার বিধায়ক দূর্গা মুর্মু সহ রেলের চিফ সিগনাল ইঞ্জিনিয়ার নিরাজ গুপ্তা ও অন্যান্য আধিকারিক। উপস্থিত সকলের দাবি, আগামীতে শিলিগুড়ি থেকে দক্ষিণ ভারতে যাওয়া প্রচুর মানুষের সুবিধে হবে এতে। কেন্দ্রের উন্নয়ন মানুষ দেখতে পাচ্ছেন বলে জানান তিনি। অপরদিকে রেলের চিফ সিগনাল ইঞ্জিনিয়ার নিরাজ গুপ্তা বলেন, নিউ জলপাইগুড়ি থেকে মালদহ ভুবনেশ্বর হয়ে নাগেরকয়েল যাবে ট্রেনটি। • আলিপুরদুয়ারে নতুন ট্রেনের উদ্বোধনে সাংসদ মনোজ টিগ্গা। - নিজস্ব চিত্র।