গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এসআইআরের হিয়ারিংয়ের দাবি, অবরোধ ফালাকাটায়
বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, ফালাকাটা: ভোটার তথ্য নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই নানা সমস্যায় পড়েছেন প্রত্যন্ত এলাকার শ্রমিক, দিনমজুর ও চা শ্রমিকরা। অভিযোগ, ফর্ম পূরণের পর ডকুমেন্টস ভেরিফিকেশন ও হিয়ারিংয়ের জন্য ব্লক সদর পর্যন্ত যেতে হচ্ছে। যার ফলে সময় ও অর্থ দু’দিক থেকেই ক্ষতির মুখে পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষজন। এই পরিস্থিতিতে নিজেদের গ্রাম পঞ্চায়েত কার্যালয়েই এসআইআর ভেরিফিকেশন ও হিয়ারিংয়ের দাবিতে শুক্রবার পথে নামলেন ফালাকাটা ব্লকের ধনীরামপুর-২ গ্রাম পঞ্চায়েতের চ্যাংমারি টারি এলাকার বাসিন্দারা।এদিন জটেশ্বর–খগেনহাট ও খগেনহাট–বীরপাড়া সড়কের গদিখানা মোড় এলাকায় জাতীয় পতাকা ও ব্যানার-ফেস্টুন হাতে তাঁরা পথ অবরোধ করেন। স্কুলের সময়ে অবরোধ শুরু হওয়ায় পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। অবরোধের জেরে উভয় সড়কেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে। দেড় ঘণ্টা পর অবরোধকারীরা জটেশ্বর ফাঁড়ির ওসি দেবাশিস রঞ্জন দেবের আশ্বাসে একটি লিখিত দাবিপত্র জমা দেন এবং বিষয়টি নিয়ে বিডিও’র সঙ্গে আলোচনার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন।এবিষয়ে এলাকার বাসিন্দা রুপেক হোসেন বলেন, আমাদের গ্রাম থেকে বহু মানুষের হিয়ারিং এর জন্য নোটিস এসেছে। সাধারণ মানুষের কথা ভেবে গ্রাম পঞ্চায়েতেই হিয়ারিং হলে সুবিধা হবে। তাই এই আন্দোলন। আর এক বাসিন্দা ইছানুল হক বলেন, আমাদের গ্রামে ৩৮৪ জনের নাম হিয়ারিং তালিকায় রয়েছে। অধিকাংশই খেটে খাওয়া মানুষ। এভাবে চলা কঠিন, তাই আমরা গ্রাম পঞ্চায়েতেই ব্যবস্থা চাই।• নিজস্ব চিত্র।