• রেশম, পাট শিল্পেও বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি ভোটের ঝুলি ভরতে ‘আম’ বার্তা মোদির
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • সন্দীপন দত্ত, মালদহ: মালদহের আমজনতাকে ‘আম’ বার্তা নরেন্দ্র মোদির। বাংলায় ক্ষমতায় এলে মালদহের আম শিল্পকে এক অন্য উচ্চতায় পৌঁছে দেবে বিজেপি সরকার। পাশাপাশি, রেশম ও পাট শিল্পেও কোটি কোটি টাকার বিনিয়োগ হবে বলে শনিবার মালদহ থেকে প্রতিশ্রুতি দেন দেন মোদি। এদিন বন্দে ভারত স্লিপার ও উত্তরবঙ্গের জন্য আরও ছ’টি দূরপাল্লার ট্রেনের উদ্বোধন করে দুপুর দুটো পঁয়তাল্লিশ নাগাদ জনসভার মঞ্চে ওঠেন মোদি। এরপর বলেন, মালদহ হল সেই জায়গা, যেখানে বহু প্রাচীন নিদর্শন, রাজনীতি এবং সংস্কৃতির চেতনা রয়েছে। মালদহ একটা বড় কেন্দ্র। সর্বপ্রথম মালদহের সুপুত্র শিবেন্দু শেখর রায়কে শ্রদ্ধা জানাচ্ছি। আজও মালদহ আম, আমসত্ত্ব, রেশম, পাট এবং বৌদ্ধিক চেতনার জন্য পরিচিত। আপনারা এখানে বিজেপির সরকার গঠন করলে, বাংলার পুরনো গৌরব ফিরিয়ে আনব।বিজেপি সরকার গড়লে মালদহের আমকেন্দ্রিক অর্থনীতিকে এক অন্য উচ্চতায় পৌঁছে দেবে বলেও জানান মোদি। তাঁর দাবি, কেন্দ্রের বিজেপি সরকার হিমঘর ও ভাণ্ডার তৈরির জন্য এক লক্ষ কোটি টাকা খরচ করছে। এখানে বিজেপি সরকার গঠনের পর বাংলায় আরও অনেক হিমঘর তৈরি করা হবে। মালদহের যুবকদের জন্য খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে অনেক সুযোগ খুলে দেওয়া হবে। রেশম ও পাট চাষিদের উন্নয়নের লক্ষ্যে কেন্দ্র কোটি কোটি টাকার প্রকল্প চালু করেছে। কংগ্রেসকে খোঁচা দিয়ে মোদির মন্তব্য, ২০১৪ সালের আগে তৃণমূল সমর্থিত কেন্দ্রের সরকার পাট চাষিদের ১ হাজার ৪০০ টাকা সহায়ক মূল্য দিত। বিজেপি সরকার সেটাই  পাঁচ হাজারের উপরে নিয়ে গিয়েছে।মোদির শিল্প বিনিয়োগের প্রতিশ্রুতি প্রসঙ্গে  মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, কে সরকারে আসবে, সেটা জনগণ ঠিক করবে। আমরা কোনও রাজনীতি চাই না। মালদহে শিল্প হোক, বিনিয়োগ হোক। আসুক নতুন নতুন অনেক সুযোগ।
  • Link to this news (বর্তমান)