• বালুরঘাট ও রাধিকাপুর থেকে বেঙ্গালুরুগামী ট্রেনের উদ্বোধন, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় প্রবল উচ্ছ্বাস
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, বালুরঘাট: প্রধানমন্ত্রীর হাত ধরে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে সূচনা হল দক্ষিণ ভারতগামী নতুন ট্রেনের যাত্রা। দুই দিনাজপুর জেলাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী শনিবার দুপুরে বালুরঘাট-বেঙ্গালুরু ও রাধিকাপুর-বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হল। এদিন বালুরঘাট রেল স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন স্টেশন এবং রেলের আধিকারিকরা। স্টেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা দেখানো হয়। দক্ষিণ ভারতগামী এই নতুন ট্রেনকে ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। নতুন ট্রেনে বহু মানুষ বালুরঘাট থেকে রওনা দিলেন বেঙ্গালুরুর উদ্দেশে। বালুরঘাট শহরের কয়েকটি স্কুলের পড়ুয়ারা ওই ট্রেনে বালুরঘাট থেকে গঙ্গারামপুর পর্যন্ত যাত্রা করে। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে বালুরঘাটে এই ট্রেনের দাবি ছিল। আমরা কথা দিয়েছিলাম। কথা রেখেছি। এই টেনে বহু মানুষ বেঙ্গালুরুতে চিকিৎসা এবং পড়াশোনা সংক্রান্ত কাজে যেতে পারবেন।রেল সূত্রে খবর, এই ট্রেনটি প্রতি শনিবার সকাল ৫টা ১৫ মিনিটে বালুরঘাট থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হবে। সোমবার ভোরে বেঙ্গালুরুর এসএমভিটি রেল স্টেশনে পৌঁছবে। প্রতি সপ্তাহে বুধবার সকাল ১০ টা ১৫ মিনিটে সেখান থেকে ছাড়বে। প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রাধিকাপুর থেকে দক্ষিণ ভারতগামী ট্রেনেরও উদ্বোধন হয় শনিবার। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে রায়গঞ্জ স্টেশনের দুটি প্ল্যাটফর্মকেই রঙিন বেলুনে সাজিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাধিকাপুর-বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনকে উদযাপন করা হয়। এদিন বিকেলে নতুন ট্রেনটি যখন স্টেশনে ঢোকে, তখন ১ এবং ২ নম্বর প্ল্যাটফর্মে ভিড় উপচে পড়ে। ট্রেনের ছবি তুলতেও উৎসাহের শেষ ছিল না। অনেকেরই বক্তব্য, দীর্ঘ দিনের দাবি মিটল জেলাবাসীর। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের উদ্যোগকেও সাধুবাদ জানান অনেকে। বিজেপির তরফে মিষ্টিমুখ করানো হয়। স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে রীতিমতো মঞ্চ করে নতুন ট্রেনটিকে স্বাগত জানানো হয়। সাংসদ বলেন, বেঙ্গালুরুগামী ট্রেনটি প্রতি সপ্তাহে রবিবার রাধিকাপুর থেকে বেঙ্গালুরুর উদ্দেশে যাত্রা করবে। আবার প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বেঙ্গালুরু থেকে ট্রেনটি রাধিকাপুরের উদ্দেশে চলবে। এতে লক্ষাধিক জেলাবাসী উপকৃত হবেন। তবে এখনও নির্দিষ্টভাবে রেল ট্রেনটির দিনক্ষণ চূড়ান্ত করেনি। সেটা শীঘ্রই জানা যাবে।এবিষয়ে জোনাল রেলওয়ে ইউজার কনসালটেটিভ কমিটির সদস্য অঙ্কুশ মৈত্র বলেন, রায়গঞ্জ ও বালুরঘাট-রাধিকাপুর রুটে নতুন ট্রেন ও রুট সম্প্রসারণ যাত্রীদের বহু বছরের সমস্যার সমাধান হতে চলেছে। রায়গঞ্জের সাংসদের ধারাবাহিক প্রচেষ্টা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। সবমিলিয়ে, এই রেল বিপ্লব শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়-রায়গঞ্জ ও উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নের পথে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবেই চিহ্নিত হয়ে রইল।বালুরঘাটের বাসিন্দা মৃত্যুঞ্জয় মুখ্যোপাধ্যায় বলেন, বালুরঘাট থেকে দক্ষিণ ভারতগামী ট্রেন ধরার জন্য আর মালদহে যেতে হবে না। এখন বালুরঘাটে বসেই বেঙ্গালুরু যেতে পারব। একই বক্তব্য নার্সিং পড়ুয়া দেবামিতা মালাকারের।
  • Link to this news (বর্তমান)