আজও বন্ধ উড়ান, অনিশ্চয়তার মুখে কোচবিহার-কলকাতা বিমান চলাচল, চলতি মাসে মাত্র ১ দিন চলেছে
বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার বিমানবন্দরে চলতি জানুয়ারি মাসে মাত্র একদিন বিমান নেমেছে। মাসের ১৭ দিন অতিক্রান্ত। আজ, ১৮ জানুয়ারিও বিমান বাতিল করা হয়েছে। পাশাপাশি ৩১ জানুয়ারির পর থেকে বিমান চালাবে না সংস্থা। সে কথা তারা আগেই জানিয়েছিল। বিমান চলাচলকারী সংস্থা নতুন করে কোনও ঈঙ্গিতও দেয়নি। এই পরিস্থিতিতে আগামী ১ ফেব্রুয়ারি থেকে পুরোপুরি অনিশ্চয়তার মুখে কোচবিহার-কলকাতা বিমান চলাচল। দীর্ঘ টালবাহানার পর ২০২৩ সালে কোচবিহার-কলকাতার মধ্যে বিমান চলাচল শুরু হয়েছিল। গত কয়েকবছর নয় আসনের বিমানটি নিয়মিতই যাতায়াত করছিল। যাত্রী সংখ্যাও বেশ ভালোই ছিল। নিয়মিত যাতায়াত করার কারণে টিকিটের চাহিদাও ছিল। কিন্তু যে সংস্থাটি এখানে বিমান চালাত তারা জানিয়ে দিয়েছে যে, ৩১ জানুয়ারির পর থেকে আর বিমান চালাবে না। এদিকে, নতুন কোনও সংস্থার সঙ্গেও চুক্তি হয়নি। এতেই অনিশ্চিত হয়ে পড়েছে কোচবিহার-কলকাতার মধ্যে চলাচলকারী একমাত্র বিমানের ভবিষ্যৎ।সম্প্রতি কোচবিহার বিমানবন্দর পরিদর্শনে আসেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনিও সেসময় বিমান চলাচল নিয়ে কোনও দিশা দেখাতে পারেননি। বিষয়টি নিয়ে সংসদে ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। এদিকে, কোচবিহার থেকে বিমান পরিষেবা বন্ধ হওয়া নিয়ে স্থানীয় ব্যবসায়ীমহল থেকে শুরু করে জেলা প্রশাসন সকলেই উদ্বেগের মধ্যে রয়েছে। সকলেই চাইছে কোচবিহার-কলকাতা বিমান চলাচল করুক। এবিষয়ে তারা চিঠিও করেছেন। কিন্তু কোনও সদুত্তর এখন আসেনি। সামনে বিধানসভা নির্বাচন। তার আগে বিমান পরিষেবা বন্ধ হয়ে গেলে তা নিয়ে যেমন সমালোচনার ঝড় উঠবে, তেমনি বিমান যদি পুনরায় চালু হয় তাহলেও তার কৃতিত্ব নিয়ে ঝাঁপিয়ে পড়বে শাসক, বিরোধী সব দলই।কোচবিহার বিমানবন্দরের ডিরেক্টর শুভাশিস পাল বলেন, চলতি মাসে মাত্র একদিনই বিমান নেমেছে। এর আগেও অপারেশনাল গ্রাউন্ডে বিমান বাতিল হয়েছে। আবার নোটিস এসেছে ১৮ জানুয়ারি বিমান চলবে না। বিমান চলাচলকারী সংস্থা নতুন করে কোনও ঘোষণাও করেনি। নতুন সংস্থার সঙ্গেও কথা এগোয়নি। ফলে পুরোপুরি একটি অনিশ্চয়তা তৈরি হয়ে রয়েছে। আমরা এখনও নতুন সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে এখান থেকে বিমান পরিষেবা চালু থাকে। • কোচবিহার বিমানবন্দর। - ফাইল চিত্র।