• উপযুক্ত জমি পেলে ঘাটালে হবে অত্যাধুনিক মাল্টিপ্লেক্স, আশ্বাস দেবের
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, ঘাটাল: তবে কি স্মৃতির ধুলো ঝেড়ে ফের রুপোলি পর্দার জৌলুস ফিরতে চলেছে ঘাটালের মাটিতে? এক সময়ের রমরমিয়ে চলা ঘাটাল মহকুমার ১০টি সিনেমা হল আজ অন্ধকার। রাস্তার পাড়ে কেবলই  কঙ্কালসার অট্টালিকা হয়ে দাঁড়িয়ে আছে ওই সিনেমা হলগুলি। কিন্তু শুক্রবার রাতে নিজের বক্তব্যে আশার আলো দেখালেন ঘাটালের সাংসদ তথা টলিউড সুপারস্টার দীপক অধিকারী (দেব)। এদিন ঘাটাল উৎসব ও শিশু মেলার উদ্বোধনী মঞ্চ থেকে সাংসদ দেবের ঘোষণা, উপযুক্ত জমি মিললে একটি ছোট মলের সঙ্গেই ঘাটাল শহরে গড়ে তোলা হবে অত্যাধুনিক মাল্টিপ্লেক্স। সঙ্গে ছিলেন অভিনেত্রী রুক্মিনী মৈত্র।ঘাটাল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মহকুমার কয়েক হাজার মানুষের  সামনেই রুক্মিণী ঘাটালে একটি আধুনিক সিনেমা হলের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁর সেই দাবিকে সমর্থন জানিয়ে সাংসদ দেব বলেন, ঘাটালের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল মাস্টার প্ল্যান। সেটাই প্রায়োরিটি দিয়ে করার চেষ্টা হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে সেই কাজ এখন দ্রুতগতিতে চলছে। এবার মানুষের আবদার একটি আধুনিক প্রেক্ষাগৃহের। ভালো জায়গা পেলে আমরা অবশ্যই একটি ছোট মলের সঙ্গে অত্যাধুনিক সিনেমা হল তৈরির চেষ্টা করব। দেখছি, কত দ্রুত এই পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়া যায়। সাংসদের এই মন্তব্যের পর থেকেই সিনেমা হল বিমুখ ঘাটালবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন।এক সময় ঘাটাল মহকুমা জুড়ে ছড়িয়ে থাকা ১০টি সিনেমা হল ছিল বিনোদনের মূল কেন্দ্র। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তির অভাব এবং দর্শকদের রুচি পরিবর্তনের দোহাই দিয়ে মালিকরা একে একে সিনেমা ঝাঁপ বন্ধ করতে থাকেন। মালিকপক্ষের দাবি ছিল, মানুষ আর হলে বসে দীর্ঘ সময় সিনেমা দেখতে চাইছেন না। যদিও দর্শকদের পাল্টা অভিযোগ, পুরানো জরাজীর্ণ কাঠামোর পরিবর্তে যদি আধুনিক প্রযুক্তির মাল্টিপ্লেক্স থাকত, তবে প্রেক্ষাগৃহগুলি কখনই ভূতুড়ে বাড়িতে পরিণত হত না। ঘাটাল মাস্টার প্ল্যানের পর এবার বিনোদন জগতেও ঘাটালকে স্বয়ংসম্পূর্ণ করার এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন উদ্যোগপতিরাও। তাঁরা উপযুক্ত সরকারি জমির খোঁজ পেলেই ঘাটালের সাংসদের সহযোগিতা নিয়ে সিনেমা হল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন। বন্ধ মতি সিনেমা হল। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)