• একদিনে নতুন ভোটার হওয়ার আবেদন ৮৩ হাজারেরও বেশি
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • সুমন তেওয়ারি, আসানসোল: একদিনে বাংলায় ভোটার হওয়ার জন্য আবেদন জমা পড়ল ৮৩ হাজার ২৭৮টি। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য। ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম ৬ জমা পড়েছিল চার লক্ষ ২৮ হাজার ১৩। গত ১৬ জানুয়ারি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ফেসবুক পেজে যে তথ্য পাওয়া গিয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে ১৬ তারিখ পর্যন্ত আবেদন জমা পড়েছে ৫ লক্ষ ১১ হাজার ২৯১টি। অর্থাৎ ২৪ ঘণ্টায় ৮৩ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।পশ্চিম বর্ধমানের মতো ছোট জেলায় এই তথ্য বেশ সন্দেহজনক। গত ১৫  জানুয়ারি পর্যন্ত জেলার ভোটার হওয়ার জন্য ফরম ৬ জমা পড়েছিল ১৩ হাজার। ১৬ জানুয়ারি সন্ধ্যায় তা বেড়ে হয়েছে ১৮ হাজার। মাত্র ন’টি বিধানসভা এলাকাতে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন জমা করেছে ছ’হাজারের বেশি!ভোটার তালিকায় নাম তোলার অতি উৎসাহকে সন্দেহের চোখে দেখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিগত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে অনীহা দেখা যাচ্ছে। নির্বাচন কমিশন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার প্রচার চালিয়েও নতুন প্রজন্মের কাছে ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে উৎসাহ তৈরি করা যায়নি। হঠাৎ কী এমন হল যে ঘণ্টায় ঘণ্টায় নাম তোলার পরিসংখ্যান বাড়ছে।রাজ্যের পঞ্চায়েত ও সমবায়মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমাদের দৃঢ় ধারণা, ভিন রাজ্য থেকে বিজেপি পরিকল্পিতভাবে বাংলায় নতুন ভোটার ঢোকানোর চেষ্টা করছে। বাতিল করার ভুয়ো আবেদনপত্র যথেচ্ছ পরিমাণে বিজেপি জমা করতে পারেনি। বিজেপিকে সেই সুবিধা করে দেওয়ার জন্যই নির্বাচন কমিশন এই প্রক্রিয়া ১৯ জানুয়ারি পর্যন্ত চালু রেখেছে।রাজ্য বিজেপির সহ-সভাপতি অগ্নিমিত্রা পল বলেন, যদি কোনও বৈধ ভোটারের নাম বাদ গিয়ে থাকে তিনি কি নাম তোলার আবেদন করতে পারেন না? নিয়ম মেনে কোনও বৈধ বাংলার ভোটার হতে আবেদন করলে তা গণতন্ত্রের পক্ষে ভালো দিক। আসলে তৃণমূল কংগ্রেস গণতন্ত্র ভাঙতে চায়। তাই তারা আতঙ্কিত।
  • Link to this news (বর্তমান)