• হাতির সামনে পড়ে শুকনো ক্যানেলে ঝাঁপ, জখম এলিফ্যান্ট স্কোয়াডের কর্মী
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: শনিবার ভোরে বিষ্ণুপুরের বাসুদেবপুরে বুনো হাতির আক্রমণ থেকে বাঁচতে শুকনো ক্যানেলে ঝাঁপ দিয়ে জখম হলেন বনদপ্তরের এলিফ্যান্ট স্কোয়াডের এক কর্মী। জখম রমজান আলি খানকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার তিনটি হাতি পশ্চিম মেদিনীপুরের গড়বেতার জঙ্গল থেকে বাঁকাদহ হয়ে বিষ্ণুপুরের জঙ্গলে ঢোকে। ওইদিন রাতে বনদপ্তরের এলিফ্যান্ট স্কোয়াডের কর্মীরা হাতিগুলিকে দ্বারকেশ্বর নদ পার করে বাঁকুড়া উত্তর ডিভিশন এলাকায় ঢুকিয়ে দেন। শনিবার ভোরের দিকে ফিরে আসার সময় খবর পান বাসুদেবপুরে আরও একটি দলছুট হাতি রয়ে গিয়েছে। ক্যানেলপাড় দিয়ে যাওয়ার সময় ওই হাতিটি তাঁদের তাড়া করে। হঠাৎ হাতির সামনে পড়ে যাওয়ায় প্রাণ বাঁচাতে রমজান সাহেব ক্যানেলে ঝাঁপ দেন। তাতে হাতির আক্রমণ থেকে রেহাই পেলেও এই সময় ক্যানেলে জল না থাকায় শুকনো মাটিতে পড়ে তিনি জখম পান। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।বনদপ্তরের বিষ্ণুপুরের এডিএফও বীরেনকুমার শর্মা বলেন, হাতির উপর নজরদারি চালানোর সময় শুকনো ক্যানেলের পড়ে এলিফ্যান্ট স্কোয়াডের একজন কর্মী জখম হয়েছেন। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এই মুহূর্তে আমাদের পাঞ্চেত ডিভিশনে একটি মাত্র হাতি রয়েছে। সেটি বর্তমানে জয়পুরের কসিরবাগানের জঙ্গলে রয়েছে। দপ্তরের কর্মীরা হাতিটির উপর নজর রেখেছেন। ওই এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।জখম রমজান সাহেব বলেন, আমি প্রায় দু’দশক ধরে এলিফ্যান্ট স্কোয়াডে কাজ করছি। কোনওদিন এমন বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়নি। আমরা তিনটি হাতিকে দ্বারকেশ্বর নদ পার করে ফিরে আসার সময় খবর পাই, বাসুদেবপুরের জঙ্গলে আরও একটি হাতি রয়ে গিয়েছে। তখন আমরা ক্যানেলের পাড় ধরে আসছিলাম। ওই সময় হাতিটি জঙ্গল থেকে হঠাৎ বেরিয়ে এসে আমাদের তাড়া করে। সামনে পড়ে যাওয়ায় হাতিটি আমাকে শুঁড় দিয়ে প্রায় ধরে ফেলেছিল। ওই মুহূর্তে প্রাণ বাঁচাতে ক্যানেলে ঝাঁপ দিই। কিন্তু, ক্যানেলে জল ছিল না। শুকনো মাটিতে পড়ে জখম হয়েছি। • নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)