• বন্দে ভারত স্লিপারে সওয়ার হয়ে আপ্লুত ১০ অনাথ শিশু
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • মৃত্যুঞ্জয় কর্মকার, হবিবপুর: দেশের প্রথম বন্দে ভারত স্লিপারে সফর করল হবিবপুরের দশ জন আদিবাসী অনাথ শিশু। সামনে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখে আপ্লুত তারা। জমিয়ে খাওয়া দাওয়া ও ট্রেনে ঘুরতে পেরে খুশিতে আত্মহারা ওই শিশুরা।শনিবার মালদহে বন্দে ভারত সহ কয়েকটি ট্রেনের উদ্বোধন করতে এসেছিলেন মোদি।  রেলের এই অনুষ্ঠানে কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানানো হচ্ছে বলে খবর পায় হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বানপুর এলাকার একটি অনাথ আশ্রম কর্তৃপক্ষ। যোগাযোগ করা হয় রেলের সঙ্গে। তারপরেই আমন্ত্রণ জানানো হয়েছিল আশ্রমের শিশুদের। তাদের কাছে এটাই ছিল প্রথমবার ট্রেনে চাপার অভিজ্ঞতা।প্রধানমন্ত্রী সবুজ পতাকা নাড়িয়ে বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করার পর মালদহ থেকে কামাখ্যা রওনা হয়। ছাত্রছাত্রীদের বারসই স্টেশন পর্যন্ত ট্রেনে নিয়ে গিয়ে সেখান থেকে বিশেষ বাসে ফিরিয়ে আনা হয় মালদহ টাউন স্টেশনে। দুপুরের খাবার সহ টিফিনের ব্যবস্থাও ছিল ট্রেনে। মেনুতে ছিল চারটি পরোটা, ডাল, পোলাও, ছানার বড়ার তরকারি, আলু ভাজা, দই ও মিষ্টি। তাছাড়া টিফিনে দেওয়া হয়েছিল চিঁড়ে ভাজা, চাল ভাজা, লাড্ডু ও জলের বোতল। সব মিলিয়ে এদিনের এই সফর আজীবনের স্মৃতি হয়ে থাকল শিশুদের কাছে। শিশু অর্জুন টুডুর কথায়, প্রথম বার ট্রেনে চাপার সুযোগ হয়েছে। প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে দেখতে পাব, কোনওদিন ভাবিনি। সারাদিন অনেক আনন্দ করেছি। রেলের এক আধিকারিক রসরাজ মাঝি বলেন, শিশুরা আগ্রহ প্রকাশ করেছিল। সেই মতো সমস্ত শ্রেণির মানুষ ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে বিশেষ এই মুহূর্ত স্মরণীয় করে রাখার চেষ্টা করা হয়েছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)