• বেলডাঙায় অশান্তিতে সাইরন এক্সপ্রেসকে ঘুরপথে উত্তরবঙ্গে
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তি ও রেল অবরোধের জেরে সাময়িকভাবে বিপর্যস্ত হল রেল চলাচল। এর প্রভাব পড়ল সদ্য কৃষ্ণনগর রেল স্টেশন দিয়ে চালু হওয়া সাইরন এক্সপ্রেসে। শনিবার দুপুরের দিকে কৃষ্ণনগর পৌঁছেও নিরাপত্তাজনিত কারণে ট্রেনটিকে আর নির্ধারিত রুটে এগোতে দেওয়া হয়নি। পরে রেল মন্ত্রকের  সিদ্ধান্তে সাইরন এক্সপ্রেসকে কৃষ্ণনগর থেকে ঘুরিয়ে নৈহাটি ও ব্যাণ্ডেল হয়ে উত্তরবঙ্গের দিকে পাঠানো হয়। রেল সূত্রে জানা গিয়েছে, বেলডাঙা এলাকায় স্থানীয় উত্তেজনার জেরে রেললাইনের উপর অবরোধ হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও রেলসুরক্ষা বাহিনী। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, গতবছর সেপ্টেম্বর মাসে কৃষ্ণনগর রেল স্টেশন দিয়ে সাইরন এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল।
  • Link to this news (বর্তমান)