হলদিয়া বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসবে শামিল প্রবাসী কবি-সাহিত্যিক
বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, হলদিয়া: হলদিয়ায় বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব প্রবাসী বাঙালি কবি সাহিত্যিক ও ভারতের নানা ভাষার লেখকদের মিলন মেলা হয়ে উঠেছে। নিউইয়র্ক, লন্ডন, দিল্লি, উত্তরপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, মেঘালয়, অসমের বাংলা ভাষার কবি সাহিত্যিকরা মিলিত হয়েছেন হলদির মোহনায়। কবিতা, গান, আলোচনা, চিত্রশিল্পের কর্মশালা নিয়ে আইকেয়ার নলেজ সিটি ক্যাম্পাসে বর্ণময় সাংস্কৃতিক আবহ তৈরি হয়েছে। শুক্রবার তিনদিনের উৎসব উদ্বোধন হয়েছে। শনিবার দ্বিতীয় দিনে পূর্ণতা পেল সাহিত্য ও সংস্কৃতির এই মিলনমেলা। উদ্বোধনে খালি গলায় রবীন্দ্র সঙ্গীত গেয়ে সবাইকে মুগ্ধ করেন ভাষাবিদ পবিত্র সরকার। শনিবার সকালে কবিতা ও গল্পপাঠের আসর মাতিয়ে দেন বিলেতের বাঙালি চিকিৎসক লেখক নবকুমার বসু। তিনি সাহিত্যিক সমরেশ বসুর পুত্র। তিনি বলেন, সাহিত্য উৎসবের অনুষ্ঠানে আমি মুগ্ধ।এদিন নিউইয়র্ক প্রবাসী দুই কবি তনুশ্রী ভট্টাচার্য ও শুক্লা গঙ্গোপাধ্যায় কবিতা পাঠ করেন। কন্নড় ও তালিম ভাষায় কবিতা পড়েন বেলুরু রঘুনন্দন ও জনথা রমানাথন। আসর মাতিয়ে দিলেন দুই ওড়িয়া কবি শরৎকুমার জেনা ও আশিস মিশ্র। এদিন দর্শকাসনে বসে কবিতা, গল্পপাঠ শোনেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক লক্ষ্মণ শেঠ। তরুণ লেখকদের উৎসাহিত করেন উৎসবের সাধারণ সম্পাদক কবি শ্যামলকান্তি দাশ, উৎসব সভাপতি সাহিত্যিক নলিনী বেরা। এবারও চিত্র কর্মশালা উৎসবকে ভিন্ন মাত্রা দিয়েছে। হলদিয়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ৩০জন শিল্পী ক্যানভাসে তুলির টানে সাম্প্রতিক সময়ের যন্ত্রণা ও আনন্দের মুহূর্তগুলি ফুটিয়ে তুলেছেন। তরুণ শিল্পী শোভন দাস, বিশ্বজিৎ মণ্ডল প্রবীণ শিল্পী দিলীপ গুছাইত, শ্যামল জানা। লেখক, শিল্পী থেকে পড়ুয়া ও সংস্কৃতিপ্রেমী মানুষজন প্রতিদিন ভিড় করছেন ওই কর্মশালায়। এদিন বিকেলে কর্মশালায় এসে শিল্পীদের উৎসাহিত করেন আইকেয়ারের সম্পাদক আশিস লাহিড়ি। একইসঙ্গে উৎসবের প্রাঙ্গণে বসেছে লিটল ম্যাগাজিনের স্টল। এদিন বিকেলে ‘জন্মশতবর্ষে ঋত্বিক ঘটক’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রখ্যাত ঋত্বিক গবেষক সঞ্জয় মুখোপাধ্যায়। তিনি আক্ষেপ করে বলেন, বাঙালি এখন মজার দিনপঞ্জিতে মজে আছে। বাঙালি আজ তার ঐশ্বর্য জানে না। তিনি বলেন, ঋত্বিক ঘটক সিনেমার বাইরে গিয়ে তাঁর ছবির মাধ্যমে ইতিহাস ও দর্শন খোঁজার চেষ্টা করেছিলেন। তিনি শিখিয়েছেন ইতিহাসকে তাৎক্ষণিক দৃষ্টিতে বিচার করা চলে না। আজকের এসআইআর নিয়ে ঋত্বিক ঘটকের নাগরিক ছবির প্রসঙ্গ তুলে ধরেন। ঋত্বিক ঘটক পঞ্চাশ বছর আগে দেশভাগের এই সংকট, নাগরিকত্বের সঙ্কটের কথা তুলে ধরেছিলেন। আজ বাস্তবে তার প্রমাণ মিলছে। উৎসবের সন্ধ্যায় গানের আসর মাতিয়ে দিয়েছেন ঊষা উত্থুপ ও শিলাজিৎ।