• দ্রুত তিনগুণ বাড়বে ভারতীয় স্যাটেলাইটের সংখ্যা, শহরে জানালেন ইসরোর চেয়ারম্যান
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতের বর্তমান স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সংখ্যা আগামী দু’-তিন বছরে অন্তত তিনগুণ করার লক্ষ্যে কাজ চালাচ্ছে ইসরো। শনিবার নিউটাউনে, খড়্গপুর আইআইটি রিসার্চ পার্কে ইমপ্যাক্ট রাইজ কনক্লেভের উদ্বোধনে এসে একথা জানান ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। তিনি বলেন, বর্তমানে ভারতের ৫৬টি কৃত্রিম উপগ্রহ রয়েছে। এছাড়াও এবার লঞ্চ করা হচ্ছে গগনযান অভিযান। ভারতীয় নভোশ্চরদের চাঁদে পাঠিয়ে নিরাপদে ফিরিয়ে আনাই এই প্রকল্পের লক্ষ্য। চন্দ্রযান ৪ এবং চন্দ্রযান প্রকল্পের কাজও চলছে। পাশাপাশি রয়েছে মঙ্গলগ্রহে ল্যান্ডার নামানোর প্রকল্পের কাজও। পুরোপুরি বিজ্ঞানভিত্তিক গবেষণার পাশাপাশি নেভিগেশন, যোগাযোগ ব্যবস্থা, টিভি সম্প্রচারের মতো জনগণের জন্য কাজগুলিতেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। পরবর্তী প্রজন্মের রকেট লঞ্চারের কাজেও হাত দিয়েছে ইসরো। তাতে করে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে ভারতীয় নভোশ্চরদের ২০৪০ সালের মধ্যে চাঁদে পাঠানোর পরবর্তী লক্ষ্যও রয়েছে। মহাকাশ গবেষণায় আরও বেশি বেসরকারি ক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে যুক্ত হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। সাম্প্রতিক উৎক্ষেপণ অভিযানের ব্যর্থতার কারণ সন্ধানে তদন্ত চলছে বলে জানান। তবে, অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। পরে তিনি ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেন। ইসরোর চেয়ারম্যান ছাড়াও এই কনক্লেভে যোগ দিয়েছেন দেশের সেরা গবেষণা সংস্থাগুলির প্রধান ও বিজ্ঞানীরা। আইআইটি খড়্গপুরের তরফে অনুষ্ঠানটি পরিচালনা করেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিন সূর্য পাল।
  • Link to this news (বর্তমান)