• প্রেমিকাকে ব্ল্যাকমেল, মারধর আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: প্রেমিকের সঙ্গে আর থাকতে চাইছিলেন না প্রেমিকা। বেরিয়ে আসতে চেয়েছিলেন সম্পর্ক থেকে। অভিযোগ, তাতেই ক্ষিপ্ত হয়ে কখনও ঘনিষ্ট মুহূর্তের ছবি ফাঁস করিয়ে দেওয়ার নামে ব্ল্যাকমেল চলে, কখনও আবার মারধর করা হয় প্রেমিকাকে। এমনকী আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়ও দেখানো হয়েছে। এনিয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রেমিকা। তার ভিত্তিতে জয়নগর থেকে গৌতম গায়েন নামে তাঁর ওই প্রেমিককে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ।আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে গিয়ে ধৃতের দুই সঙ্গীর খোঁজ পান তদন্তকারীরা। অস্ত্র রাখার অভিযোগে তাঁদেরও ধরা হয়েছে। পুলিশ ধৃতদের কাছ থেকে একটি সেমি অটোমেটিক বন্দুক, একটি ওয়ান শটার ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। জানা গিয়েছে, ১৪ জানুয়ারি প্রেমিকা থানায় অভিযোগ করেছিলেন। শুক্রবার গৌতম ও তাঁর দুই সহকারীকে পাকড়াও করা হয়েছে। তাঁরা হলেন মনিরুল শেখ ও হাসু রহমান লস্কর। অভিযোগকারিণী জানিয়েছেন, বিগত কয়েক মাস ধরেই টাকার দাবি করে গৌতম তাঁকে নানাভাবে হুমকি দিচ্ছিলেন। সেটা না দেওয়ায় মারধর করা হয়েছে। ১৪ তারিখ রাতে বাড়িতে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়ংকর পরিণতি হবে বলে আবারও শাসানি দেন তিনি। তারপরই রাতে অভিযোগ জানাই থানায়।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)