• কীভাবে বিজেপিকে টাইট দিতে হয়, সেটা বাংলার মানুষ জানে: সায়নী ঘোষ
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া:  কীভাবে বিজেপি সরকারকে টাইট দিতে হয়, সেটা বাংলার মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। আগে একটা সময় ছিল, যখন দেশের মানুষ সরকার নির্বাচন করত।  এখন এতটাই দূরবস্থা, সরকার ভোটার নির্বাচন করছে। কে আমার ভোটার হবে? কে আমাকে ভোট দেবে? লজ্জ লাগে, আমরা এই দেশে বাস করি! শুক্রবার বিকালে উলুবেড়িয়া উপসংশোধনাগারের সামনে এক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেছেন তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ। তিনি বলেন, বাংলাকে নিয়ে অনেক বড় চক্রান্ত হচ্ছে।  এসআইআরের নাম করে এক একটা বিধানসভা থেকে ৫০-৬০ হাজার ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে।রাজ্যের মানুষকে দেখে বাংলা জ্বালাও পার্টির গাত্রদাহ হচ্ছে। ওদের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই।  মানুষের সাথে মানুষের ভেদাভেদ সৃষ্টি করা,মানুষে মানুষে লড়িয়ে দেওয়াটাই ওদের কাজ। কিন্তু বিজেপির বোঝা উচিত, এটা বিহার বা উত্তরপ্রদেশের মাটি নয়, এটা বাংলা। এখানে সবাই একসাথে চলে। আমাদের কোন ধর্মীয় ভেদাভেদ নেই। কেন্দ্রের বঞ্চনা নিয়েও সরব হন সায়নী। বলেন, এখানে ভোট নেই, তাই নোট নেই। বিজেপিকে ভোট দিলে নোট থাকত। এদিন তিনি বলেন সিপিএম বলছে নবান্ন দখল করবে, আবার বিজেপি বলছে বাংলা দখল করবে। বাংলা যেন জয়নগরের মোয়া। সভায় বক্তৃতা দেন রাজ্যের মন্ত্রী পুলক রায়ও। তিনি বলেন, বিজেপি যতই এসআইআর নিয়ে চক্রান্ত করুক, তৃণমূলের সর্বস্তরের জনপ্রতিনিধিরা সজাগ আছেন, তাদের পরিকল্পনা বাস্তবায়িত হবে না।
  • Link to this news (বর্তমান)