পাচারের আগেই চার কোটি টাকার হেরোইন সহ দমদম রোডে ধৃত যুবক
বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লালবাজারের নারকোটিক শাখার গোয়েন্দারা চিৎপুর থানার দমদম রোড থেকে প্রায় ৫৫০ গ্রাম হেরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করেছেন। নদীয়ার কালীগঞ্জের বাসিন্দা ধৃত যুবকের নাম মাসুদ রানা মোল্লা (২১)। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারদর প্রায় চার কোটি টাকা। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে লালবাজারের নারকোটিক শাখার এসআই কুহেলি সরকারের নেতৃত্বে গোয়েন্দাদের একটি দল চিৎপুর থানার দমদম রোডে হানা দেয়। তাঁরা মাসুদ রানাকে প্রথমে আটক করেন। ধৃতকে তল্লাশি চালিয়ে গোয়েন্দারা তাঁর কাছ থেকে পাউচে মোড়া অবস্থায় প্রায় ৫৪৩ গ্রাম হেরোইন উদ্ধার করেন। পাশাপাশি নগদ সাড়ে ছ’শো টাকা, একটি স্মার্ট ফোনও উদ্ধার হয়েছে। রাতভর দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর ভোর ৪টে নাগাদ তাঁকে গ্রেপ্তার করে লালবাজার।প্রাথমিক তদন্তে লালবাজার জানতে পেরেছে, ধৃত যুবক আসলে একজন ‘ক্যারিয়ার’। এঁরা মোটা টাকার বিনিময়ে মাদক এক জায়গা থেকে অন্যত্র পৌঁছে দেওয়ার কাজ করে থাকেন। নদীয়ার পলাশি থেকে ওই হেরোইন উত্তর ২৪ পরগনার খড়িবেড়িয়াতে পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই লালবাজারের গোয়েন্দাদের হাতে ধরা পড়ে যান তিনি। এদিকে, ধৃত মাসুদ রানাকে শনিবার দুপুরে আলিপুরে এনডিপিএস কোর্টের স্পেশাল জজের এজলাসে হাজিরা করা হয়। আদালত তাঁকে পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।