উড়ালপুল বন্ধ থাকায় লেভেল ক্রসিংয়ে যানজট, আটকে ট্রেন
বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার থেকে বেলঘরিয়া উড়ালপুলে যান চলাচল বন্ধ। সব গাড়িকে যেতে হচ্ছে ঘুরপথে। শিয়ালদহ-রানাঘাট সেকশনের মেন লাইনে দুই ও চার নম্বর রেল গেট ওয়ান ওয়ে করা হয়েছে। কিন্তু এদিন সকাল থেকে যানবাহনের চাপে রেলগেটগুলি বন্ধ করা যাচ্ছে না। গাড়ির লম্বা লাইন পড়ে গিয়েছে। তার ফলে ডাউন ও আপ লাইনে পরপর দাঁড়িয়ে যায় লোকাল ট্রেন। যাত্রীদের নেমে লাইন ধরে হাঁটতে হয়েছে। আগরপাড়া ও সোদপুর স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে ট্রেন। চরম সমস্যার সম্মুখীন হন যাত্রীরা। পাশাপাশি সোদপুর উড়ালপুলেও মেরামতের কাজের জন্য পুরোপুরি যান চলাচল বন্ধ। রবিবারও তা বন্ধ থাকবে। এর ফলে সব গাড়ি ৮ নম্বর এবং ৬ নম্বর রেলগেট দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে উত্তর শহরতলিতে শনিবার সকাল থেকে যান চলাচল বিপর্যস্ত। তীব্র সমস্যায় মানুষ।বেলঘরিয়া ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা করার পর জানা যায়, রেল লাইনের উপর যে ১২টি গার্ডার আছে সে সংলগ্ন জায়গার হাল খুব খারাপ। দ্রুত ব্রিজের মেরামত করার প্রয়োজন। সেই কাজ করতে গেলে যান নিয়ন্ত্রণ করতে হবে। তা নিয়ে ২৩ ডিসেম্বর উচ্চ পর্যায়ের একটি টিম বেলঘরিয়া উড়ালপুল পরিদর্শন করে। এরপর ২৬ ডিসেম্বর উচ্চ পর্যায়ের মিটিং হয় কামারহাটি পুরসভায়। এরপর জানানো হয়, ১৭ জানুয়ারি শনিবার বেলঘরিয়া উড়ালপুল বন্ধ হবে মেরামতের জন্য। পূর্ব রেলওয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে। সেই সিদ্ধান্ত মতো শুক্রবার গভীর রাত থেকে বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যস্ততম বেলঘরিয়া উড়ালপুলের উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফিডার রোড এবং নীলগঞ্জ রোডের সংযোগস্থলে রাস্তা বন্ধের নোটিস লাগানো হয়। উড়ালপুলে ওঠার মুখ গার্ড রেল, বাঁশ দিয়ে আটকে দেওয়া হয় এবং নোটিস লাগানো হয়। এর ফলে নীলগঞ্জ রোড থেকে এম বি রোড হয়ে যাতায়াত বন্ধ হয়ে যায় গাড়ির। সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হয় দুই ও চার নম্বর রেল গেট দিয়ে। যার ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। দীর্ঘক্ষণ বেলঘরিয়া, আগরপাড়া স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকে কারণ এত গাড়ির চাপ থাকায় সেই গেট বন্ধ করা যায়নি। চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।