• এসআইআর নিয়ে বিক্ষোভ অব্যাহত, শুনানিতে লক্ষ্মীরতন, ভাঙড়ে হাঙ্গামা
    বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: জেলায় জেলায় এসআইআরে শুনানি নিয়ে মানুষের প্রতিবাদ অব্যাহত। এদিন কর্মী সমর্থকদের নিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা জীবনতলায় মিছিল করেন। পরে ভাঙড় ২ ব্লকে একটি মিছিল করে ব্লক অফিসের বাইরে জমায়েত করে চলে বিক্ষোভ। বিধায়ক বলেন, বিশেষ সম্প্রদায়ের মানুষকে হয়রান করা হচ্ছে! নিঃশর্তভাবে ভোটার তালিকায় নাম তুলতে হবে। এরপর ব্লক প্রশাসনের কাছে একটি ডেপুটেশন জমা দিয়েছেন শওকত। মিছিল ভাঙড় ২ বিডিও অফিসে ঢোকার সময় পুলিশ ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু সেসব ভেঙে ভিতরে প্রবেশ করেন তৃণমূলের নেতা-কর্মীরা। এদিন সকালে বাসন্তীর কুলতলিতে একটি স্কুলে হিয়ারিং চলাকালীন বিক্ষোভে ফেটে পড়েন ভোটাররা। তাঁদের দাবি, শুনানি শেষে কোনও রিসিভ কপি দেওয়া হচ্ছে না। পরে যদি আধিকারিকরা বলেন, আমরা হিয়ারিংয়ে আসিনি, তখন কী হবে! পরে প্রমাণস্বরূপ প্রত্যেকের নোটিসে সই করে দেন আধিকারিকরা।উত্তর ২৪ পরগনার আমডাঙায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। বুথের ৯৫০ ভোটারের মধ্যে ৯০৩ জনকে নোটিস পাঠানোর প্রতিবাদ করেন তাঁরা। এর জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। একই ইস্যুতে অশোকনগরের গুমা চৌমাথায় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।কল্যাণী মহকুমা শাসকের দপ্তরের বিজেপি বিধায়ক অম্বিকা রায় দলীয় লোক সহ ফর্ম ৭ জমা দিতে যান। তাঁকে গেটে আটকে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী-সমর্থকরা। গেট খুলে বিজেপির কর্মীরা মহকুমা শাসকের দপ্তরে ঢোকার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এরপর বিধায়ক ফর্ম জমা না দিয়েই ফিরে গেলে তৃণমূল সমর্থকরা গেটের সামনে বসে পাহারা দেয়।বারাকপুরেরে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের স্ত্রী ঊষা সিংকে এসআইআরের শুনানিতে ডাকা হল। পুত্র বিধায়ক পবন সিং  বলেন, বিএলও ইচ্ছা করে এটা করেছেন। আমাদের সকলের নথি ঠিক আছে। পালটা সোমনাথ শ্যাম বলেন, যে গর্ত ওঁরা খুড়েছেন সেই গর্তেই পড়েছেন। আমার স্ত্রীকেও তো ডেকেছে কমিশন। সমস্ত নথি সঠিক আছে। হাওড়ায় এসআইআরের শুনানিতে হাজির হলেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। উত্তর হাওড়ার পিলখানার প্রাণী বিকাশ ভবনের শুনানি কেন্দ্রে তিনি উপস্থিত হন। লক্ষ্মীরতন জানান, ২০০২ সালে তাঁর বাবার ভোটার কার্ডের মেয়াদ সংক্রান্ত বিষয়েই তাঁকে ডাকা হয়েছিল। প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন বলে জানান তিনি। ডোমজুড়ে মহিয়াড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা প্রসস্থ দুর্লভচন্দ্র বিদ্যাপীঠের সামনে আন্দুল-ডোমজুড় রোড অবরোধ করেন। অভিযোগ, তথ্যগত অসঙ্গতির কারণে বহু ভোটারকে বারবার শুনানিতে ডাকা হচ্ছে। প্রায় এক ঘণ্টা বিক্ষোভের পর প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে। সোনারপুরে শুনানির নোটিস পাচ্ছেন খোদ বিএলও।সোনারপুর দক্ষিণ বিধানসভার সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের ২৩৬ নম্বর পার্টের বিএলও কার্তিক চট্টোপাধ্যায়কে আগামী ৩০ জানুয়ারি বিডিও অফিসে শুনানির জন্য ডাকা হয়েছে। সূত্রের খবর, তাঁর বাবার পদবি ২০০২ সালের তালিকায় চট্টোপাধ্যায় ছিল। এখন নথিতে চ্যাটার্জি। এই গরমিলের জন্যই ডাক পড়েছে কার্তিকবাবুর বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)