নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক নয়া প্রজাতির ব্লাইন্ড সিসিলিয়ানের সন্ধান পেলেন জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জেডএসআই) বিজ্ঞানীরা। সাপ এবং কেঁচোর সঙ্গে মিল থাকা উভচর প্রাণীটি পাহাড়ি এলাকা পছন্দ করে। চোখটি দৃশ্যমান থাকে না বলে এদের ব্লাইন্ড সিসিলিয়ান বলা হয়। মহারাষ্ট্রের সাতারা জেলার বাল্মিকী মালভূমিতে এর হদিশ মিলেছে। কাছেই রয়েছে ঋষি বাল্মিকীর মন্দির। তাঁর সম্মানে নয়া প্রজাতির নামকরণ করা হয়েছে জেজেনিওফিস বাল্মিকী। পশ্চিমঘাট পর্বতমালার উত্তরাঞ্চলটি এরকম অসংখ্যা গুপ্ত উভচর শ্রেণির প্রাণীর ভাণ্ডার বলেই মনে করছেন বিজ্ঞানীরা।